আমাদের কথা খুঁজে নিন

   

এই বরষায় / রাহুল ঘোষ



বর্ষাদিন এমন আমার শরীর শ্রাবণময় যা ছিল সব ভেসে যাচ্ছে অনন্ত-ভেলায়। যে মেয়েকে মনে মনে ব্র্বষ্টি বলে ডাকি সে এসেছে, স্রোত নেমেছে, লজ্জাশরম আঁখি। দেহপল্লব সিক্ত বসন, অভিসারিণী রাধা ঘিরে ধরছে গন্ধবাউল, তবুও এত বাধা। আমাকে তার গভীর থেকে ডাক দিয়েছে জল আমার মনের মেঘ ডেকেছে কাজল-কাজল। তার আঁধারে মুখ রেখেছি নিষিদ্ধ মাধবী অন্ধহাতে খুঁজে ফিরছি আদিমগুহার চাবি। দুইখানা ঢেউ, দমকা বাতাস, প্রলয়নাচন, জোড় শেষ হলে সব পড়ে থাকছে অবসন্ন ভোর -------------------------------------------------------------- প্রথম প্রকাশ : দৌড় পত্রিকা। আগস্ট ২০০৬ সংখ্যা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।