আমাদের কথা খুঁজে নিন

   

ঝড়ে ইউরোপে অন্তত ৫৩ জনের মৃত্যু

www.nationalnews.com.bd

তীব্র ঝড়ো বাতাসে বয়ে গেছে পশ্চিম ইউরোপের ওপর দিয়ে। এ সময় অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এ সময় ঝড়ে সাগর ছিল অশান্ত। তীব্র বাতাসে ১ মিলিয়নের বেশি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে গেছে। ঝড়ের মূল ঝাপটা ফ্রান্স এবং স্পেনের ওপর দিয়ে গেলেও এর প্রভাব পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম এবং জার্মানির ওপরেও পড়েছে ফ্রান্সের আটলান্টিক উপকূলে ৪৫ জন মানুষ বন্যা এবং ঝড়ো বাতাসে প্রাণ হারিয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

আজ দেশটির রাষ্ট্রপতি নিকোলাস সারকোজির ওই এলাকা সফর করার কথা রয়েছে। ঘন্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগে বাতাস এবং ২৬ ফুট উঁচু জলোচ্ছ্বাস ফ্রান্সের উপকূলে আছড়ে পড়ে। মানুষ এ সময় নিরাপত্তার জন্য বাড়ির ছাদে আশ্রয় নেয়। ফান্সের প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস ফিলন বলেছেন, এই ঝড়কে সরকার প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। পুনরুদ্ধার তৎপরতা চালাতে ফ্রান্স ইউরোপিয় ইউনিয়নকে আঞ্চলিক বাজেট থেকে অর্থ সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছে।

প্রেসিডেন্ট সারকোজি ঝড়ে নিহতদের প্রতি গভীল শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ সময় উদ্ধার তৎপরতার গতি বাড়ানোর তাগিদ দেন। ইতিমধ্যে হেলিকপ্টার যোগে উদ্ধার তৎপরতা শুরু করেছে উদ্ধারকারী দল। তাদের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। স্পেনে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ঝড়ে বেলজিয়ামে একজন এবং জার্মানিতে দুই জন নিহত হয়েছে জানা গেছে। পর্তুগাল সরকার পর্তো এবং ভিলা নোভা দ্য গায়ায় বন্যা সতর্কতা জারি করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।