আমাদের কথা খুঁজে নিন

   

আজকের নৈবেদ্য- দরজা

সান্ধ্যকালীন কোর্স বাতিল মানে কারো শিক্ষার সুযোগ কেড়ে নেয়া

দরজাটা একটা মায়া। কেউ না ঢোকে তায়, কেউ না হয় বাহির। যে ছিল বাহিরে, সে বাহিরেই থাকে অন্তপুরের জন অসূর্যস্পর্শা। চিরকাল। দরজাটা একটা মায়া। আউট অব সার্কেল কেউ- ভাবে ভিতরে আমি, অন্তরালে- কেউ মুচকি হাসে। অভ্যন্তরীন কেউ জপে-আমি বাহিরে এখন। অন্তরীক্ষে কেউ অট্টহাস্য করে। দরজা টা একটা ব্লাডি মায়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।