(বই মেলা ২০১০ এর সমাপ্তিতে)
ভাষামাস শেষ হলো
রক্তমাখা ভাষা আজ বিসর্জিত হবে !
বছরের তীর ঘুরে ভাষামাস
ফিরে এলে
পুনরায় ভাষাপ্রীতি ঋতুমতী হবে !
ঘর ফেলে বাহিরিণী ভাষার কবলে
সমর্পনে প্রীত হবে ভালোবাসা মন !
মাকে ডেকে,
মার হাতে পিঠাপুলি খেয়ে
আজ আর পেট ভরে না যে !
স্বচ্ছলতা পাবো বলে
নেমে যাই পথে
বাজারের ভাষা হবে
নিত্য সহচরী।
দুধ ভাত খাবো বলে
বেচে ফেলে
দুগ্ধবতী গাভী
কোন সাঁই কোন কালে
সিদ্ধিলাভে ঋদ্ধিমান হলো !
তবু দেখি বারবার খেলে যাই
বিসর্জন খেলা !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।