আমাদের কথা খুঁজে নিন

   

তুমি বেশ দুষ্ট ছিলে...

ফুটপাথ ধরে হেটে হেটে শুধু মানুষ দেখি
প্রথম যেদিন তোমাকে দেখা হয় তুমি বেশ দুষ্ট ছিলে... ছোট ছোট চোখে এতো মায়া ... কাজল কিন্তু ছিলোনা... তবুও মায়া ছিলো... তুমি সাজোনি কোনো মরা রমনীর মতো... ঐসব দামী প্রসাধনের চেয়ে অনেক দামী ত্বকে কোনো প্রয়োজনই ছিলোনা-- দাম কেনা নিয়ে কিনে চলা সময় হতবাক হয়ে বাক সড়ায়ে নেমে আসো তুমি আমার চাঁদরে। দেখা সবুজের সবটুকুই তোমার চুলের লম্বা বেনীতে বাঁধা ছিলো- হাটু আবধি সেই চুল--- অন্য কাউকে দেখানোর কোনো প্রয়োজনই বুঝি নেই; প্রয়জন শুধু বোকা হয়ে দেখে যাওয়া কোনো অপরূপ সৃষ্টির মহানন্দে খুঁজে পাওয়া স্মৃতির বাকল... সবার মাঝে একটু ভিন্নই ছিলে বোধহয় তুমি। নাকি আমার ভাবনা?? হোকনা সে আমার ভাবনা, তবুও ভাবনা তো?? গল্পের লুকোচুড়ি হেড়ে আসমান হতে এক অজলা নীল তুলে দেবে কি আমায়?? আমায় দেবেকি কোনো নাফ নদীর মত আঁকা বাঁকা অথবা ফয়েস লেকের পাশে পাহাড়ের গায় জমে থাকা সবুজের নিহারিকা... ঝোপ ঝাড় বন? থাক কিছু দেয়া লাগবেনা... আমি না হয় একাই এভাবে ব্যাকুল হয়ে তোমাতে চেয়েই রবো...। যেখানে দুটি বঙ্গোপসাগরের মহা জলাধর টলমল টলমল; একটা সুনামীর অপেক্ষায়...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।