আমাদের কথা খুঁজে নিন

   

দশ দিন বিরতির পর আজ আবার সংসদ বসছে

www.nationalnews.com.bd

দশ দিন বিরতির পর সংসদের অধিবেশন আজ সোমবার থেকে আবার শুরু হচ্ছে। বিকেল ৫টায় সংসদের মুলতবি অধিবেশন শুরু হবে। চলতি অধিবেশন শুরু হয়েছিল গত ৪ জানুয়ারি। এ অধিবেশনে বিরোধীদল বিএনপি-জামায়াত জোট ১১ ফেব্রুয়ারি যোগদান করে। বিরোধী দল অধিবেশনে যোগ দেওয়ায় প্রেসিডেন্টের ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার সময়সীমাও বৃদ্ধি করা হয়। গত ৪ জানুয়ারি নবম জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতে প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান সংসদে ভাষণ দেন। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ১৮ ফেব্রুয়ারি সংসদের চলতি শীতকালীন অধিবেশনের সময় শেষ হয়। বিরোধী দল সংসদে যোগ দেয়ার কারণে স্পিকারের ক্ষমতাবলে সংসদের অধিবেশনের সময় বৃদ্ধি করে দশ দিনের জন্য অধিবেশন মুলতবি করা হয়েছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।