লাইবেরিয়ার শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি অব লাইবেরিয়ায় (ইউএল) চলতি বছর প্রথম বর্ষে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছেন। কিন্তু এই শিক্ষার্থীদের মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেননি। তাই প্রথম বর্ষের কোনো শিক্ষার্থী ছাড়াই বিশ্ববিদ্যালয়টি নতুন শিক্ষাবর্ষ শুরু করতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়টির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে প্রবল উত্সাহ ও ইংরেজি বিষয়ে মৌলিক জ্ঞানের অভাবের কারণে ভর্তি পরীক্ষার ফলাফলে অভূতপূর্ব এই বিপর্যয় ঘটেছে।
লাইবেরিয়ার দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটিতে এমন ফল বিপর্যয়ে দেশটির শিক্ষামন্ত্রীও হতাশ।
অকৃতকার্য ভর্তি-ইচ্ছুকেরা বলছেন, এই ফলাফল তাঁদের কাছে অবিশ্বাস্য। তাঁদের স্বপ্ন চুরমার হয়ে গেছে।
আগামী মাসে ইউনিভার্সিটি অব লাইবেরিয়ায় নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। কিন্তু ভর্তি পরীক্ষায় কেউ পাস না করায় এবার প্রথম বর্ষে কোনো শিক্ষার্থী থাকছেন না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।