আমাদের কথা খুঁজে নিন

   

এমন ছবি আপনারও আছে, লুকিয়ে রয়েছে হয়ত!

এখন যেখানে লিখি : http://shorob.com/author/yaad/
যতদূর দৃষ্টি যায় শুধুই যেন জলরাশি। দূরে কোথও কাঁশবন দেখা যাচ্ছে। কিন্তু আকাশের তাতে আপত্তি। নীল জলের মাঝে সাদা কাঁশবন যেন আকাশেরই প্রতিবিম্ব সৃষ্টি করেছে। দু-একটা বক ডানা উড়িয়ে ভেসে যাচ্ছে দূরে।

হালকা একটা ডিঙি নৌকা। নৌকায় শুধু একজন আরোহী। সে-ই মাঝি, সে-ই আরোহী। নৌকার বৈঠা নীরবতা ভাঙা এক শব্দ সৃষ্টি করে। আজলা ভরে সেই পানি খেতে ইচ্ছা হয়।

নৌকা ভেসে চলে সাবলীল ভাবে। প্রকৃতি যেন আকুতি করছে, বৈঠার শব্দ যেন নিরবতা না ভাঙে। কি হয় আরেকটু নীরব থাকলে? [ শত কোলাহলের মাঝেও উপরের দৃশ্যটুকু আমি মনে করতে পারি। মূহুর্তেই মন শান্ত হয়ে যায়। অন্যরকম ভালো লাগায় মন ভরে উঠে।

এই দৃশ্যের মুখোমুখি হই ৪-৫ বছর আগে। নানাবাড়ি বেড়াতে গেলাম। এক মামাতো ভাই আর আমি, দুইজন দুটো ডিঙি নৌকা নিয়ে বিলে ঘুরছি। মামাতো ভাই কেন জানি অনেক পিছিয়ে পড়ল। তখন আমার চারপাশে তাকিয়ে খেয়াল করলাম উপরের বর্ণিত দৃশ্যটুকু! সে থেকে মনের মধ্যে গেঁথে রয়েছে।

মনকে সতেজ করতে এ দৃশ্য টনিকের মত কাজ করে। এমন ছবি আপনার জীবনেও আছে, লুকিয়ে রয়েছে হয়ত। বিষন্নতার মূহুর্তে মনে করুন সে দৃশ্য, দেখবেন কত ভালো লাগে! সেটা হতে পারে কোন বর্ষণ মুখর দিন, কোন জোস্নায় ভেসে যাওয়া রাত অথবা আপনার অপ্রত্যাশিত ভালো লেগে যাওয়ার কোন মূহুর্ত। আর দেরী নয়! আজকেই খুঁজতে শুরু করুন! ] (ছবি: ইন্টারনেট)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।