আমাদের কথা খুঁজে নিন

   

বিচারক জাবেদ ইমামের চার বছরের কারাদণ্ড

ভোলার সিনিয়র সহকারী জজ জাবেদ ইমামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ রুহুল আমিন। তার গাড়িতে ৩৪২ বোতল ফেনসিডিল রাখার দায়ে তাকে এ শাস্তি দেয়া হয়। আজ মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ৭ জানুয়ারি জাবেদ ইমামের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন হাইকোর্ট।  একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত।

প্রসঙ্গত, গতবছরের ১ ডিসেম্বর রাজধানীর ইডেন কলেজের সামনে থেকে ফেনসিডিলসহ জাবেদ ইমামকে আটক করে পুলিশ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।