আমাদের কথা খুঁজে নিন

   

হায়-প্রগতিশীল!



প্রগতিশীলের সাধারন সংঞ্জা নিয়ে বিতর্কে যাব না। যেহেতু প্রগতিশীলদের সম্পর্কে আমার ধারনা এখনো অস্পষ্ট। এতদিন আমি ভাবতাম যারা মুক্তচিন্তার ধারকবাহকগণই প্রগতিশীল হন। এবং তারা প্রতিটি ঘটনার সূক্ষদৃষ্টিতে দেখেন ও যুক্তিসংগত মতামত প্রদান করে থাকেন। কিন্তু সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী-বাঙ্গালীর মাঝে সংগঠিত ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল (বিশেষ করে বামদলসমূহ) এবং কিছু কিছূ পত্রিকার ভুমিকা দেখে সত্যিই অবাক হতে হয়।

একারনেই অবাক হতে হয় এসকল রাজনৈতিক দল, কিংবা মিডিয়া(যারা তথাকথিত প্রগতিশীল) মনে করেন আদীবাসী সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বললে কিংবা পত্রিকায় নিউজ করলে সাম্প্রদায়িক হয়ে যাবেন। যে কারনে দেখা যায় তারা সবসময় আদীবাসীদের দালালীই করে যান। খাগড়াছড়িতে আনোয়ার হোসেন কে যেভাবে মাথায় রড ঢুকিয়ে ইউপিডিএফ হত্যা করে তার বিরুদ্ধে একজন প্রগতিশীলও কথা বলেননি। প্রগতিশীলদের ধারনা যেহেতু পাহাড়ীরা তাকে হত্যা করেছে সেহেতু সে নিশ্চয় উগ্রফ্যাসীবাদী্। কিন্তু আনোয়ার হোসেনও লক্ষীবিজয়দের মত সাধারন মানুষ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।