SHADOW OF LOVE
উনিশটি বসন্ত যদি পিছিয়ে যাও
হয়তো পাবে এমন এক সাদামাটা দিন
সূর্যোদয়ের মাধুর্যে আপনভোলা
মানুষদের মাঝে যখন একজন কম ছিল।
পথের চঞ্চল ধুলোয় কোথাও পাবে না
আমার পদচারণার সুক্ষতম চিহ্নও।
শুধু একজনই পাবে না, যে কিনা
বাতাসে সৌরভ পেতো আগমনী বর্ষার।
মাত্র একটি শতাব্দিই যদি বা এগোও
দেখবে এক শান্ত অপেক্ষার ভোর
যেখানে ধুলোজমা কিছু কাব্যপৃষ্ঠা ব্যাতিত
থাকবে না মোর সামান্য স্মৃতিও।
ঠিক আমারই মতো করে
কেউ আর ভালোবাসবে না তোমায়;
আমার জন্য বরাদ্দ বিষাক্ত বাতাসটুকুতে
ক্লান্তিময় শ্বাস নেবার কেউ রবে না।
তবেই নিজেকে প্রশ্ন করে দেখো –
কিইবা মুল্য মাঝের এই সময়টুকুর?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।