আমাদের কথা খুঁজে নিন

   

বি ডি আর হত্যা কান্ডের একবছর পরও মুল হোতারা ধরা ছোয়ার বাইরে কেন ? প্রধান মন্ত্রির কাছে জানতে চাই।

এই দেশটা আমার, আপনার, আপনাদের সবার, আসুন দেশটাকা ভালবাসি।

বি ডি আর হ্ত্যাকান্ডের এক বছর পরও মুল হোতা কারিরা রয়ে গেছে ধরা ছোয়ার বাহিরে। আর দশটা হত্যাকান্ডের মত গঠনার পর পর সরকারী দলের নানা আশ্বাসে মনে মনে ভেবে ছিলাম এই নৃশংস হত্যাকান্ডের বিচার মনে হয় জাতি খুব দ্রুত দেখতে পার। কিন্তু সেই বিশ্বাস আজ বিলুপ্ত হতে বসেছে। বিচারের নামে সাধারন জওয়ান দের কাঠগড়ায় দাড় করিয়েছে সরকার ।

একদিন হ্য়ত সাধারন জওয়ান দের শাস্তির মাধ্যমে সরকার তাদের প্রতিশ্রুতি পুরনের গল্প শুনাবে। কিন্তু যারা আমাদের দেশের প্রতিভা বান সামরিক অফিসার দের হত্যার পেছনে অগ্রনি ভুমিকা পালন করেছে,তারা কি ধরা ছোয়ার বাহিরেই থেকে যাবে। আজ ও আমার কেন জানি মনে হয় কর্নেল গুলজারের মত কিছু সৎ অফিসার কে টার্গেট করেই এই হত্যা কান্ডের নীল নকশা করা হয়েছিল। মাননীয় প্রধান মন্ত্রী কে বলতে চাই । সন্তানের কাছে বাবা হারার যন্ত্রনা কেমন তা তো আপনিই সবচেয়ে ভাল জানেন।

তাই আপনার কাছে বিনীত অনুরুধ ঐ সব বাবা হারা সন্তান দের একটাই চাওয়া যারা তাদের বাবা কে হত্যাকারীদের যেন উপযুক্ত শাস্তি হয়। তাদের সেই চাওয়া টা আপনি পূরন করেন মাননীয় প্রধান মন্ত্রী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।