আমাদের কথা খুঁজে নিন

   

এক বছরের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তি যাবে: শিক্ষামন্ত্রী

www.nationalnews.com.bd

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে ভ্রাম্যমান কম্পিউটার ল্যাব পৌঁছে যাবে, যেখানে ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকবে। আজ শুক্রবার কেন্দ্রীয় পাবলিক লাইব্র্রেরির শওকত ওসমান মিলনায়তনে বাংলাদেশ অনলাইন কমিউনিটি কনফারেন্স ২০১০-এর আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনলাইন-বাংলা বিশ্বময়-এই শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তির শিক্ষায় সমৃদ্ধ, জ্ঞানী এবং সচেতন করতে আজকের এই কনফারেন্সের বিকল্প নেই। তিনি প্রবাসীদের প্রযুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট মতামত প্রদান করে সরকারকে সহায়তা করার আহ্বান জানিয়ে বলেন, প্রবাসীদের মতামত সরকার অবশ্যই মূল্যায়ন করবে।

অনলাইন এবং তথ্য প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকারের উদ্যোগ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে ১৭টি ভ্রাম্যমাণ ছোট বাসে কম্পিউটার স্থাপন করা হয়েছে। হাওর অঞ্চলে পৌঁছে দেয়ার জন্য নৌকায় কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। এভাবেই তথ্য-প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে। তিনি বলেন, কম্পিউটার সম্পর্কে পাঠ্যপুস্তকে সাধারণ প্রবন্ধ রচনা করা হয়েছে। এবার ছাত্রছাত্রীরা তা দেখতে পারবে।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমকালের সম্পাদক গোলাম সরোয়ার, অনুষ্ঠানের উদ্যোক্তা প্রবাসী অনন্ত হামিদ, গ্রামীণ ফোনের কর্মকর্তা আনাম আশরাফ ফায়াজ প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠিত এ অনুষ্ঠান অনলাইনের মাধ্যমে সারা বিশ্বে একযোগে সরাসরি সমপ্রচার করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।