আমাদের কথা খুঁজে নিন

   

এখন বিচারে কাদের শাস্তি হবে



এখন বিচারে কাদের শাস্তি হবে? বিডিআর ঘটনায় যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ৭১ জন বিডিআর জওয়ানকে জ্বিগাসাবাদের নামে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে। পিলখানার ঘটনায় বিডিআর জওয়ান রা গুলি করে মেরেছিল ৫১ জন মেধাবী চৌকষ সেনা অফিসারকে। বিষয়টি দু:খজনক ও মর্মস্পশী। এ ঘটনা নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। কিন্তু তাই বলে আমি বিডিআরের ওপর প্রতিশোধ নিতে পারি না।

বর্তমান সরকার মনে হয় সেনাবাহিনীকে পিলখানা সেনা হত্যাকাণ্ড ঘটনাটি তদন্ত করার জন্য সব ধরনের লাইসেন্স দিয়ে দিয়েছেন। তা না হলে কীভাবে ৭১ জন বিডিআর জওয়ান সরকারের হেফাজতে থাকা কালে হত্যাকাণ্ডের শিকার হল। এসব হত্যাকাণ্ডের বিচার কে করবে? বাংলাদেশের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নর পশু আইন প্রয়োগকারীরা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমাদের সংবিধানে ৩৫ অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ ৫ এ পরিস্কার ভাবে লেখা আছে কোনো ব্যক্তিকে যন্ত্রনা দেওয়া যাইবে না কিংবা কাহারো সহিত অনুরূপ ব্যবহার কার যাইবে না । উপ অনুচ্ছেদ ৪ লেখা আছে কোন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া যাইবে না।

কিন্তু সংবিধানের এসব বিধান কি মানা হচ্ছে? বাংলার সুশিল নুরুল কবিররা কোথায়? ঠুনকো কারণে তো তারা সরকারে বিরুদ্ধে রীট মামলা দায়ের করেন। এখন কেন তারা চুপ? জিগ্বাসাবাদের নামে ৭১ জন বিডিআর জওয়ানকে যেভাবে মেরে ফেলা হল তা কি সংবিধান বিরোধী নয়? এসব ঘটনা থেকে আবার প্রমাণ হল বাংলাদেশের সংবিধানের উর্ধ্বে অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর। ৫১ জন সেনা অফিসারের জন্য কত জন বিডিআর জওয়ানের জীবন দিলে হত্যাকণ্ডের শিকার মৃত সেনাবাহিনী সদস্যদের আত্মা শান্তি পাবে ? আমি যতদূর জানি এ ঘটনার নিহত সেনা সদস্যর পরিবার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি চায়। কিন্তু তারা কি জানে ইতিমধ্যে তদন্তের নামে হত্যা করা হয়েছে ৭১ জন বিডিআর সদস্যকে। প্রতক্ষ্যদর্শী এবং ঘটনা প্রমাণে সাক্ষ্য দিতে পারে এমন অনেককে বেছে বেছে হত্যা করা হয়েছে।

অনেককে হত্যা করা হয়েছে অনেকটা প্রতিহিংসাপরায়ন হয়ে। ফরাসী বার্তা সংস্থা এএফপি খবরে এরকম একটি রিপোর্ট ছাপানো হয়েছিল। তাই সুষ্ঠ তদন্ত কীভাবে হবে যেখানে হত্যা করা হল ৭১ জন বিডিআর জওয়ান কে। একটা বিষয় আমাদের সকলকে মনে রাখতে হবে। বিডিআর আমার সেনাবাহিনীও আমার।

কেই কারো চাইতে বড় নয় আবার কেউ কারো চাইতে ছোট নয়। বাংলাদেশের যেসব ব্যক্তি কোনো এক পক্ষের জন্য সংবাদ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ওকালতি করছেন তারা ভুল করছেন। দেশের এক জন সুনাগরিক হিসেবে আমি আপনাদের বলতে চাই। যে ভাবে ৭১ জন বিডিআর জওয়ানকে হত্যা করা হল। তাদের বিচার না করলে তারা সময় ও সুযোগ মত আপনাদেরও খতম করতে পিছপা হবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।