আমাদের কথা খুঁজে নিন

   

১০০ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন মাগুরার আফসার মুন্সী

দিলদরিয়া

১০০ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার আফসার মুন্সী৷ কনে জোসনার (৪০) বাড়ি সদর উপজেলার শত্রুজিতপুর গ্রামে ৷ তবে এটি তার প্রথম বিয়ে ৷ শুক্রবার বাদ মাগরিব স্ট্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা আলী রেজা ১০ হাজার ১ টাকা দেনমোহরে এ বিয়ে সম্পাদন করেন৷ চাঞ্চল্য সৃষ্টিকারী এ বিয়ের পর বর-কনেকে দেখার জন্য এলাকার লোকজন ভিড় করছে আফসার মুন্সীর বাড়িতে ৷ তবে আলোচনা-সমালোচনা যতই হোক, অসম এ বিয়ের ঘটনার পেছনে রয়েছে একটি মানবিক বিবেচনা৷ এলাকাবাসী জানান, আফসারের মোট ৫ সন্তানের মধ্যে একমাত্র পুত্র আমজাদ পেশাগত কারণে টঙ্গীতে তার ৩ সন্তান নিয়ে বসবাস করেন দিনাজপুরে তার ৩ কন্যার বিয়ে হয়েছে অনেক আগেই৷ স্বামী পরিত্যক্ত ছোট মেয়ে শিউলি এতদিন পিতার কাছেই ছিল৷ সম্প্রতি সেও চাকরি নিয়ে দেশ ছেড়েছে৷ ফলে ১৫ বছর আগে স্ত্রী হারানো আফসার মুন্সী হয়ে পড়েছেন একেবারেই একা৷ আর এই একাকীত্ম্ব দুর করতেই তিনি শেষ বয়সে এসে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন অসহায় পিতৃ-মাতৃহীন মেয়ে জোসনাকে ৷ কনে জোসনা সর্ম্পকে জানা গেছে, ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে তিনি এতিম হয়ে পড়েন৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।