Happyman
অবাক হচ্ছেন? অবাক হওয়ার মত কথা আমি বলিনি। বাংলার মানুষের কাছে মমতা এক স্বার্থপর মহিলা। নিজের স্বার্থকে বাদ দিয়ে তিনি বাংলাদেশের সাথে কোনো চুক্তি করবেননা। আমাদের ন্যায্য পাওনা পশ্চিম বাংলার লোক কোনো দিনই দিতে চায়না। কারণ স্বার্থপরতা।
খোদ রবীন্দ্রনাথ পর্যন্ত দিতে চায়নি এতো দুদিনের মূখ্য মন্ত্রী।
মমতার এই স্বার্থপরতা আমাকে অন্তত অবাক করেনি কারন মমতার চেয়ে উন্নতমানের পশ্চিমা বাঙালীরা এর চেয়েও নগ্ন স্বার্থপরতা অনেক আগেই দেখিয়েছে।
১৯০৫ সালে যখন ব্রিটিশরা বঙ্গ ভঙ্গ করে তখন কলকাতার জমিদাররা মেনে নেয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর ও মেনে নেয়নি। কারন রবীন্দ্রনাথ ছিলেন জমিদার।
বঙ্গবঙ্গ সবচেয়ে বেশি ক্ষতি মুখে ফেলেছিল জামিদার শ্রেনীকে। তাই জমিদাররা বঙ্গভঙ্গ এর বিপক্ষে দুর্বার আনোলন গড়ে তুলেছিলেন। ঐ সময় রবীন্দ্র নাথ ঠাকুর রচনা করেন আমার সোনার বাংলা গানটি। এই গান বঙ্গভঙ্গরদ আন্দোলনে ব্যাপক রসদ যুগিয়েছিল। তখনকার জমিদাররা রাস্তায় অন্নশন করত।
জমিদারদের প্রচন্ড চাপের মুখে ব্রিটিশরা শেষ পর্যন্ত বঙ্গভঙ্গ রদ করেছিলেন। বঙ্গভঙ্গ হয়ে গেলে বাংলা গরিব অসহায় মানুষের লাভ হলে ক্ষতি হচ্ছিল জমিদার শ্রেনীর। রবীন্দ্রনাথ ১৯০৫ সালে পশ্চিবঙ্গের মানুষদের স্বার্থপরতা শিখিয়ে দিয়ে গেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।