শেষ বলে কিছু নেই
স্থুলকায় বরই গাছটার নিচে ছিল সেই খেলাবাড়ি
ডাংগুলিতে মজা নাই, ভালোবেসে ঘরকন্না
কাজললতাকে লাল করেছি উনুনের মিথ্যে আগুনের আঁচে
পড়শি ছিল এক প্রজাপতি - যে ভালোবেসে উড্ডীন দুপুর
কুয়াশার কষে ঠোঁট ভিজিয়ে চলে গেল সূর্যের কাছে...
কাজললতা কাজললতা, বংশীপুকুরের ঢালেও প্রজাপতি ছিল
ঘুড়ি লাটাই-সুতোর সরণি ধরে সেও দিল আকাশ-উড়াল
কেন? সে কথা মুখে আনা যায় না...
এবার তুমিই বলো বসন্তী-রং ঘুড়ি, কে বেশি গাঢ়ো নীল-
তার চোখ না কি প্রজাপতির ডানা; আমি শুধু এইটুকু জানি
প্রজাপতি ফুলকে চুমু খায় না...
একবার খেলাবাড়িতে হানা দিল শীতের বিষম চাবুক:
পাতারা ঝরে যাচ্ছিল, আর অনার্দ্র সময় ঘর গুটিয়ে
নিয়ে গেল সোনালী খড়-গাদার বাঁকে...
একটা গোটা দিন নির্বাক শিশির ঝ'রে গেল আমাদের নাকে;
সেই থেকে কাজললতা শীত ভালবেসে
এখন পাকাপাকি টরেন্টোতে থাকে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।