আমাদের কথা খুঁজে নিন

   

এক বোনের লেখা কবিতা- রুপান্তর

ছড়া প্রান প্রানের প্রান, ছড়ায় শুঁকি সুখের ঘ্রান।

রুপান্তর তন্দ্রা সরকার একুশ উদযাপন হলো না এবার- স্রোতধারায় উথাল পাথাল নোনা জল মাতাল মোহনার প্রত্যাশায় সবুজ শিশির ভেজা ঘাস সূর্যদয়ে টান টান সতেজ আমার ক্লেদাক্ত জীবন পায়না খুঁজে মোহনার সন্ধান কেবলই সপ্ন সংঘাত প্রতিকুলতা বিদ্রোহী করে জীবন যুদ্ধে শহীদ হয়েছি কবে খোজ নেবে না কেউ ব্যস্ততা যন্ত্রমানব করেছে তাই কক্ষচ্যুত্ আত্নঘাতী বিষাক্ত ক্লীবে রুপান্তরিত কবে কখন জানি না-----------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।