যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
যখন আপনারা এই পোস্ট পড়ছেন, হয়তো ঠিক তখনই আরেকজন আদিবাসীর ঘরে আগুণ জ্বলে উঠছে! হয়তো আরেকজন আদিবাসী লুটিয়ে পড়লো বহিরাগতদের অস্ত্রের আঘাতে। যখন আরো একটা বাক্য পড়ছেন, তখন আরো একটা জখম, আরো হিংস্রতা, আরো সন্ত্রাসের শিকার হয়ে পড়ছে আদিবাসী নারী, শিশু সন্তান!
ঠিক যখন আপনার চোখে এই পোস্টের শব্দগুলো এক একটা করে স্পষ্ট হচ্ছে ঠিক তখনই হয়তো চোখের আলো নিভে যাচ্ছে কোন আদিবাসীর! এখন, ঠিক এই চলমান সময়াঙ্কে দস্যুতার শিকার হচ্ছে আদিবাসী - বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠী সম্প্রদায়!
এই নিষ্ঠুর হত্যাযজ্ঞ আর আগুনের লেলিহান খেলা বন্ধ করতে হবে এখনই, এই মুহূর্তে! আসুন প্রতিহত করি এই ভ্রাতৃঘাতী সংঘাত! একটা বাক্য বা শব্দ লিখে হলেও প্রতিবাদ করি অন্তর্ঘাতের!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।