আকাশভাঙ্গা বৃষ্টি হোক
চাইছে কিছু তুচ্ছ লোক
তাদের কাছে পাঠাও মেঘ অযুত জলকনা
অমৃতের ধারায় স্নান
করতে থাক ক্ষতস্থান
ব্যান্ডেজের গভীরে যাক তুমুল যন্ত্রণা
সে মেঘগুলো ভিজিয়ে দিক
আগুনলাগা দিগ্বিদিক
খান্ডবের জ্বলতে থাকা বৈধ দাবানলও
থমকে যাক কিছুক্ষণ
যৌথ সব মৃত্যুপণ
এবার তুমি নিবিড় চোখ জীবনকথা বলো
এখন সব যুদ্ধদিন
কেমন যেন সন্ধিহীন
বেঁচে থেকেও করতে হয় মরে যাবার ভান
বাতাস খুব টালমাটাল
আগুনে যায় আয়ুষ্কাল
জলের কাছে তোমাকে তাই করেছি সন্ধান
সে খোঁজটুকু সহজ নয়
ঠিকানা ভুল সবসময়
পাগল সব তীব্রজল মাটিতে কাটে সিঁদ
নিয়েছ প্রাণ বলব তাও
তোমার কাছে থাকতে দাও
জীবনটাকে বদলে করো জলজ উদ্ভিদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।