আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দেশ এবং দশের উন্মাদনা!

আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল

আমাদের একটি শক্তিশালী ভাষা আছে!! আমাদের, একান্ত আমাদের মাটি আছে। আমরা প্রায় সবাই বাংলা ভাষায় কথা বলি। আমাদের দেশটি ছোট, সুন্দর! এতই ছোট যে আমরা সকলেই কোন না কোন ভাবে একে-অপরের আত্মীয়! আমাদের দেশটি স্বাধীন, সমতল, উর্বর, নদীমাতৃক, যুদ্ধমুক্ত।আমরা কত ভাগ্যবান! কত সহজেই না আমরা এই দেশটাকে আরো সমৃদ্ধ করতে পারি! আমরা কেন এমন করছি! কিসের এই উন্মাদনা! একুশে ফেব্রুয়ারীর শ্রদ্ধা নিবেদনের দিনে কেন একজন মেয়েকে উত্তক্ত করলো, এবং তাদের প্রতিবাদের একপর্যায়ে তাকে, তার পরিবারকে সবার সামনে পেটালো! খবরের কাগজে দেখলাম তারা ছাত্রলীগের ছেলে। ঢাকা কিশ্ববিদ্যালয়ের ছাত্র। আসলে কি এসব ঘটনার জন্য শুধুই ছাত্রলীগ বা এসব রাজনৈতিক দলগুলো দায়ী? যারা কাজটা কোরলো তারাতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র! কি ধরনের পরিবার থেকে তারা এসেছে যে এধরনের কাজ তারা করতে পারে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।