সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।
ঝড় বা বিকেলের বিষন্নতার জন্য যখন কেউ প্রতিক্ষা করে, বুঝতে হবে তার
হাত ঘড়ির ব্যাটারি ফুরিয়ে এসেছে এবং ব্যাটারির সমস্ত দোকান
বন্ধ হয়ে গেছে।
সে তখন চার নম্বর প্লাটফর্মে অপেক্ষা করবে কারণ ওই লাইনে কোন ট্রেন চলে না শুধু
ওয়াগন ভর্তি কয়েকটা বগি সারাক্ষণ দাঁড়িয়ে থাকে ব্রেকারদের অপেক্ষায়।
আলোও কম থাকে।
সেই ব্যক্তি যদি পুরুষ হয় তবে তার কাছে কেউ দেশলাই
খোঁজ করতে আসবে কিন্তু
পাবে না, যদি মহিলা হয় তবে কয়েকটা রেপিস্ট তার চারপাশে
ঘুরবে খাদকের মতন।
ঝড় এভাবেই আসবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।