আমাদের কথা খুঁজে নিন

   

এই একুশে

কথা বলতে চাই। আমার। আমাদের। হয়তো পারবো, হয়তো পারবোনা। চেষ্টা করতে তো দোষ নেই কোনো; দেখাই যাক শেষ পর্যন্ত কি দাড়ায়..!!

এই একুশে ষাইনি কোথাও, করবো কী তার পাইনি দিশে, সময় গেছে বাসায় বসে । এই একুশে টিভির চোখে দেশ দেখেছি, শহীদ মিনার, বিশেষ নাটক, মন ডুবেছে গানের রসে । এই একুশে কান পেতেছি শব্দ সুরে, পাশের ফ্ল্যাটের হিন্দী কানে চড় মেরেছে কষে । এই একুশে দূর বিদেশীর বাংলা প্রেমে মন পুড়েছে, এমন কজন মিলবে ভাবি সমস্ত দেশ চষে । এই একুশে নতুন আশায় বুক বেঁধেছি, হয়তো সময় আসবে আবার জাগবে চেতন, শুধরে যাবার সতেজ আহবানে ভন্ড সবার পড়বে মুখোশ খসে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।