www.nationalnews.com.bd
জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস’ পালন করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। তিনি শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহবান জানান।
নিজামী বলেন, “আগামী ২১ ফেব্র“য়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’। ২১ ফেব্র“য়ারির মহান শহীদদের রক্ত ও ত্যাগের বিনিময়ে বাংলাভাষা রাষ্ট্রভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করেছে।
তিনি আরও বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি বাংলাভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন জাতি তাদের চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি ভাষা আন্দোলনের মহান শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি।
তিনি বলেন, বাংলাভাষাকে সর্বস্তরে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করে বিজাতীয় শিা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলাভাষাকে হেফাযত করার মাধ্যমে ভাষা আন্দোলনের মহান শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তা হলেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন স্বার্থক হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।