রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আগের সরকার একটি পে-কমিশন করেছিল, আমিও একটি পে-কমিশন করে যাব। ”
সরকারের মেয়াদ আর সাত মাস বাকি থাকতে এই ঘোষণা দিলেন মুহিত। আগামী ৬ জুন বর্তমান সরকারের শেষ বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন তিনি।
তবে বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মাহার্ঘ্যভাতা ঘোষণার ‘কোনো পরিকল্পনা নেই’ জানিয়ে মুহিত বলেন, “আমার বাজেটে কোনো মাহার্ঘ্য ভাতা নাই। তবে আমি কমিশনের কাজটা করে যাব।
”
পরের সরকারে এই পে-কমিশন বাস্তবায়নে জটিলতা হবে কি না জানতে চাইলে মুহিত বলেন, “আমি কিছু ইন্ডিকেশন রেখে যাব। ”
সরকারি কর্মকর্তাদের বেতন বেসরকারি খাতের কাছাকাছি হওয়া প্রয়োজন বলেও মত প্রকাশ করেন অর্থমন্ত্রী।
“এতে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি কমানো যাবে। সরকারি চাকরির আকর্ষণ বাড়বে।
“বেসরকারি প্রতিষ্ঠানে কারো বেতন ১০০ টাকা হলে আমরা সরকারি কর্মকর্তাদের বেতনও ৭০ টাকা করতে চাই।
এটা না হলে তো হবে না। কারণ পাবলিক সার্ভিস ইজ ভেরি ইমপরটেন্ট। ”
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩১ আগস্ট ‘সপ্তম পে-কমিশন’ গঠন করে সরকার। সে সময় বাজেটে ২০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেন তখনকার অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
বর্তমান সরকারের প্রথম বছর ২০০৯ সারের নভেম্বরে ওই কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়।
এতে সর্বোচ্চ ৪০ হাজার টাকা ও সর্বনিম্ন চার হাজার ১০০ টাকা বেতন ধরা হয়।
সরকারি কর্মচারীদের জন্য এর আগে ২০০৫, ১৯৯৬, ১৯৮৯, ১৯৮৪, ১৯৭৬ ও ১৯৭২ সালে বেতন কমিশন গঠন করা হয়।
আন্তর্জাতিক মান অনুযায়ী গার্মেন্ট শ্রমিকদের বেতন দেয়ার দাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশে যে কাঠামো আছে ‘সেটাই ভাল’।
“আন্তর্জাতিক ওয়েজবোর্ড অনুযায়ী তাদের বেতন দিলে আমার বেতনের সমান তাদের বেতন হয়ে যাবে। … তারা এটা না বলে কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা বাড়ানো, অতিরিক্ত গেইট বানানোর কথা বলত পারত।
”
অর্থমন্ত্রীর মতে, বেতন নয়, হরতালই হলো পোশাক খাতের সামনে প্রধান সমস্যা।
“আজকে হরতাল বন্ধ হোক, কাল থেকেই বায়াররা আসবে। হরতাল হলো রিয়াল প্রবলেম। ”
পোশাক শ্রমিকদের জন্য বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও এ সময় তুলে ধরেন মুহিত।
দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণেও একটি মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।
চলতি সপ্তাহেই এ বিষয়ে গেজেট জারি হওয়ার কথা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।