আমাদের কথা খুঁজে নিন

   

* রোমে শহীদ মিনার

www.nationalnews.com.bd

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি দিয়ে রোমে একটি শহীদ মিনার স্থাপনের জন্য এক খণ্ড জমি বরাদ্দ দিয়েছে ইতালি সরকার। রোমে বাংলাদেশ দূতাবাসের কাছেই স্থায়ী শহীদ মিনারটি নির্মাণ করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ইংল্যান্ড, জাপান, কানাডাসহ বিশ্বের কয়েকটি দেশে ইতিমধ্যেই স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে। এ তালিকায় এখন রোমও যুক্ত হতে যাচ্ছে। ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা চর্চার অধিকার আদায়ে বাঙালি শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে দিনটিকে ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ। বাংলাদেশের সঙ্গে বিশ্বের অন্য দেশেও এখন দিনটি পালন করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিনের প্রচেষ্টার পর ইতালি সরকার স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য দূতাবাসের কাছাকাছি একটি জমি বরাদ্দ করেছে। রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানান, এবারের একুশে ফেব্রুয়ারি পালনে রোববার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।