www.nationalnews.com.bd
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বাণীতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সব ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান জানাতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। নিজের ভাষায় কথা বলতে বাঙালির আত্মত্যাগও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রেক্ষাপট তুলে ধরে হিলারি বলেন, "যে সব বাংলাদেশি তাদের নিজের ভাষায় কথা বলা ও শেখার অধিকার নিয়ে সোচ্চার হয়েছিলেন তাদের প্রতি সম্মান জানানোর জন্য এই দিবস।"
তিনি বলেন, "এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা কোথা হতে এসেছি; স্মরণ করিয়ে দেয় অন্যের সঙ্গে আমাদের ভাব বিনিময়ের কথা; এবং আরো মনে করিয়ে দেয় বোঝাতে, শেখাতে এবং আমাদের সংস্কৃতিসমূহকে সংরক্ষণের কথা।" তিনি আরো বলেন, "আসুন আমরা বিশ্বের সর্বত্র ভাষা ও সংস্কৃতির ব্যাপক বৈচিত্র্যের প্রতি আমাদের সম্মানের কথা এবং পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা উন্নয়নে একত্রে কাজ করার কথা দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করি"।
হিলারির বাণীটি শুক্রবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস প্রকাশ করে। ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষাকে রক্ষার জন্য বাঙালি শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে দিনটিকে আস্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ। বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রে যে সব বাংলাদেশি অমর একুশে পালন করবেন, তাদের শুভেচ্ছা জানান হিলারি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।