আমাদের কথা খুঁজে নিন

   

২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য কোম্পানিগুলোর লভ্যাংশ সুপারিশ করা হয় বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
বিচ হ্যাচারি
বিচ হ্যাচারি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন সকাল সাড়ে ১১ টায় কক্সবাজারের মহেশখালি পারায় কোম্পানির নিজের কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুন।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে বিচ হ্যাচারি লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১ টাকা ১১ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৩ পয়সা।
প্রগতি লাইফ ইন্সুরেন্স
প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক এবং ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২ টায় টাঙ্গাইলের যমুনা রিসোর্টে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুলাই।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।