আমাদের কথা খুঁজে নিন

   

দিন দিন বুড়া হইতেছি

অলস মস্তিস্ক বহু বান্দরামীর উর্বর ভূমি

ছোটবেলায় আর সবার মতো কিছু করতে গেলেই শুনতাম আগে বড় হও। তখন থেকে ভাবতাম কবে বড় হবো কবে একা একা স্কুলে যাবো , একটা বই একটা খাতা নিয়া স্কুলে যাবো ইত্যাদি ইত্যাদি... তারপর এক সময় কিছুটা বড় হইলাম একা একা স্কুলে যাওয়া, একটা বই একটা খাতা নিয়া ষ্কুলে যাওয়া শুরু হইল কিন্তু সাথে বাড়ল বাসা থিকা খবরদারি। দুরে কোথাও একা যাইতে দেয়া হইত না , সাথে আব্বা নাইলে আম্মা থাকতোই নিদেন পক্ষে ড্রাইভার তো থাকতই।এই থিকা মু্ক্তি কলেজ এ উঠার পরে। কিন্তু শুরু হইল ফোনের আত্যাচার স্যারের বাসায় গিয়া ফোন করে বলা লাগত আমি পৌছাইছি আবার দেরি হইল মোবাইলে সাইরেন বাজত।এই কইরা কইরা ইউনিতে ঢুকলাম।এখন ইউনি লাইফ চলছে সাথে ধীরে ধীরে মোবাইলের অত্যাচার ও কমছে । কিন্তু এখন মোবাইলের সেই অত্যাচার পাইতে মন চায় । ফিরে পেতে মন চায় আবার সেই স্কুল জীবনের দিন গুলোকে ........ নাহ দিন দিন বু্ড়া হ্ইতেছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।