http://www.facebook.com/Kobitar.Khata
মনে আছে? বিমানবন্দরের সামনে লালন ভাস্কর্য নিয়ে দেশে কি কাণ্ডটাই না হয়েছে। কিছু মৌলবাদী তখন লালন ভাস্কর্যকে ইসলাম বিরোধী ও মূর্তি আখ্যা দিয়ে ভেঙ্গে পেলেছিল। তখন এই নিয়ে দেশে সেকি হাউকাউ! এক পক্ষ বলে একটি মুসলিম দেশে এমন মূর্তি থাকতে পারে না, এটা ইসলাম বিরোধী। আরেক পক্ষ দেশটি মৌলবাদীতে ভরে গেল বলে সেকি চিল্লাচিল্লি। অথচ জরুরী অবস্থা চলাকালীন সেই সময়কার সামরিক সরকারও মৌলবাদীদের কে ঠেকাতে পারেনি।
তারা ‘বিমানবন্দর গোল চত্বর মুর্তি প্রতিরোধ কমিটি’ নামে একটি সংগঠনের ব্যানারে দাবী তুলেছিল যে, সেখানে লালন ভাস্কর্য ভেঙ্গে ইসলামীক কোন ভাস্কর্য তৈরি করতে হবে। অবশেষে হুজুরদের দাবী পূরণ হলো। সেখানে একটি আরবি লেখা সম্বলিত ভাস্কর্য তৈরি হচ্ছে। যা দূর থেকে দেখলে মনে হবে, পুরো ভাস্কর্যটাই যেন ‘আল্লাহু’ লেখা।
মজার ব্যাপার হলো ‘বিমানবন্দর গোল চত্বর মুর্তি প্রতিরোধ কমিটি’ তাদের দাবী পূরণ হওয়ার পর বাড়তি আরো কিছু পেলো, যা তারা নিজেরাই আশা করেনি।
জিয়া বিমান বন্দরের নাম বদল হয়ে এখন তা হযরত শাহজালাল (রাঃ) বিমান বন্দর। আর তা হলো এমন একটি সরকারের সময় ছোট কাল থেকে যাদের বিরুদ্ধে শুনে আসছিলাম আওয়ামী লীগ একটি ইসলাম বিরোধী দল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ ভারত হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। অথচ সেই আওয়ামী লীগের সময় কিনা সব ইসলামীক ব্যাপার ঘটছে। কি আজিব, তাই না?
জয়তু মৌলবাদী, জয়তু বাংলাদেশ। কালে কালে আরো কতো দেখব.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।