সপ্নেরা হয়ে যাক সবুজ ডানা.....ইচ্ছেদের ছুটি দিলাম, খেয়ালের যত সব নিয়ম ভেঙে .... জোছনার সঙ্গি হলাম
গত কাল এই মাটির শরীরটার উপর চ্রম ধকল গিয়েছে বিধায় রাতে এক্টু গাড়ো কোয়ালিটির ঘুম দিয়েছিলাম। তাই সকালে দেরি করে ওঠাই স্বাভাবিক............
আমি তখনও ঘুমে অচেতন....... এমন সময়................
তুমি যেখানে, আমি সেখানে, সেকি জান না........
একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না........ (আমার ফোনের রিং টোন বাজছে)। আমার "উনি" ফোন করেছেন।
_হ্যলো....... এত সকালে ফোন দিছ ক্যন?
_ সকাল মানে? ৮ টার বেশি বাজে।
_কি হৈসে, কও?
_নামাজ পড়ো নাই ক্যন?
_আরে টের পাইনি।
এক্টু পরে পড়ব। (কাজা)
_রাতে এতগুলা কল দিলাম ধর্লানা ক্যন?
_প্যচাল পাইড়োনা তো। ঘুমাইতে দাও
এই বলে ফোন রেখে দিলাম।
কিছুক্ষন পর আবার........
তুমি যেখানে, আমি সেখানে, সেকি জান না........
একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না........
_আবার কি? কৈলাম্না ঘুমাবো?
_আমি তোমাকে ডিস্টার্ব করি তাইনা?
_তোমার এসব ফালতু প্যচাল থামাবা? ঘুমাইতে দাও
_ ঠিকাছে, আমি আর কল দেবনা। তুমিও দিবানা খবর্দার।
কোন দিন না।
_আল্লাপেজ
এইবলে রেখেদিলাম আর মনে মনে ভাবলাম বাচাগেল।
মিনিট দশেক পর আবার
তুমি যেখানে, আমি সেখানে, সেকি জান না........
একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না........
(এইবার আম্মার ফোন)
_ এই!!! কি বলেছিস ওকে?
_কৈ? কিছু বলিনি তো আম্মা।
_তোকে নামাজের কথা বলে কি সে অন্যয় করে ফেলেছে?
_আরে কি যে বল আবল তাবল।
_হতচ্ছাড়া, বদমাইশ......................(বাকি গুলা বলা যাবেনা)
অনেক চড়াই উতরাই পার করে বিচানা ছাড়লাম বড় কষ্টে।
সেই সাথে মাথা যন্ত্রনা আর মিজাছ টাতো চ্রম খ্রাপ।
কোন দিকে না তাকিয়ে সোজা কম্পু স্টার্ট করে সামুতে লগইন কর্লাম। ভাব্লাম বল্গাইলে যদি মেজাজটা কুল হয়। এরপর ফ্রেশ হয়ে বসলাম বল্গাইতে। দু-এক্টা কমেন্ট করার পর.................
তুমি যেখানে, আমি সেখানে, সেকি জান না........
একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না........
এইবার বাবার ফোন...........
_হ্যলো আব্বু
_কি খবর? খাওয়া দাওয়া করছ?
_নাহ!! উঠলাম মাত্র।
_আচ্ছা খাওয়া দাওয়া সেরে ব্যংকে যাও। (ডাচ বাংলা ব্যংক)। বৃহস্পতি বারে যে কাজটা করতে পারনি সেটা আজই করতে হবে। ২ টা পর্যন্ত ব্যংক খোলা থাকবে।
_ আচ্ছা যাইতেছি।
এই বলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এক্টারিক্সা নিয়ে সোজা ব্যংকে। প্রবেশ করে দেখি ৭/৮ বিশিষ্ট লাইন । গিয়ে দাড়ালাম। ক্যশ কাউন্টারে এক্টা আপু বসে টাকা গুনছে (দেক্তে এক্কেবারে খ্রাপ্না, ভালৈ )
এবার আমার টাকা জমা দেওয়ার পালা।
আপু টাকা গুন্তে গুন্তে ২ টা ৫০০টাকার নোট আমার দিকে এগিয়ে দিয়ে বল্ল...........
_ভাইয়া, এই দুইটা এক্টু চেন্জ করে দেবেন।
_কেন ? কি সমস্যা?
_এই দুইটা ছেড়া। পাল্টিয়ে দিতে হবে।
মেজাজটা আবার বিলা........
যা হোক চেন্জ করে দিলাম। এবার বের হয়ে বাসায় আসব।
তারপর আবার ঘুম। ...................
তুমি যেখানে, আমি সেখানে, সেকি জান না........
একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না........
এবার আপার ফোন থেকে আমার ভাগ্নে (৩ বছর বয়স)
_হ্যঁ, আপা বল।
_ বাপ্ স, তুমি কোথাই? তালাতালি আছো, দাক্তাল আমাকে ব্যথা দিছে। (ভাগ্নে আমাকে বাপস ডাকে)
_ক্যনো বাবা কি হয়েছে?
_আমাল জন্য কিতক্যত নিয়াছো। (কিটক্যাট চকলেট)
_ বাবা বিকেলে নিয়ে আসি।
_না, একোনি আছো..........এ্যঁ.....এ্যঁ......এ্যঁ
_আচ্চা বাবা আসতেছি।
পরে আপার কাছে শুনলাম ওকে হামের টিকা দেওয়া হয়েছে তাই এমন করছে।
আর থাকতে পারলামনা। রিকসা নিয়ে আবার ছুটলাম আপার বাসায়।
আমাকে দেখে আর কিটক্যট হাতে পেয়ে আমার ভাগ্নের মুখের হাসি টুকু দেখে সব কষ্ট ভুলে গেলাম।
আবার আন নন নাম্বার থেকে.....................
তুমি যেখানে, আমি সেখানে, সেকি জান না........
একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না........
ফোন্টা সাইলেন্ট করে বাসায় ফির্লাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।