বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
না, আর কোন ছাড় নেই। এবার শিক্ষিত হতেই হলো। শিক্ষা নিয়েই ছাড়তে হলো অবশেষে। ছড়ি হাতে পাঠশালার পন্ডিত মশাই হুংকারে কম্পমান ছাত্রের মত আমরা আজ পুরো জাতি শিক্ষা নিলাম।
জানলাম আর কোন দিন কোনকিছুর নাম পরিবর্তন করে পার পাওয়া যাবে না। ধরা খেতেই হবে। অতীতের সমস্ত কৃতকর্মের জন্য শিক্ষা পাওয়া গেল। কিন্তু আমরা বুঝলাম না, এই "অতীত" এর অধ্যায়ের মধ্যে কারা কারা পড়েন? নাকি যারা আজ শিক্ষা দিলেন তারা সেই অতীত থেকে বাহিরে?
বিমানবন্দরের নাম পরিবর্তনের জন্য ১২০০ কোটি টাকা কোথা থেকে আসবে সেটা কেউ বলে গেলেন না। উহা কি জনগনের খাজনা থেকে আসবে নাকি আশেপাশের কোন বন্ধু-বান্ধবের উপঢৌকন থেকে আসবে তা জানা হলো না।
যাগগে, সে কথা, চুনোপুঁটি শালার প্রজার আবার এত চিন্তা কেন? জমিদারের ইচ্ছা, জমিদার যেমন চাইবে তেমনই হবে। আমরা বালের জনগন শুধু মার্কার উপর সিল মেরে ফু দিয়ে সেটা শুকিয়েই যাবো।
আবার আমরা বোনাস হিসেবে নতুন নতুন ইতিহাস জানতেও পারছি। ভাষা আন্দোলনের ইতিহাস। ইত্যাদি ইত্যাদি।
তাহলে এতদিন আমরা যা জেনে এসেছি সব ভুল? ছি ছি। ধিক...। কে আমাদের এই ইতিহাসের শিক্ষা দিলো? তাদেরকে এমন শিক্ষা দেওয়া হোক যেন তারা তাদের "বাপের নাম" ভুলে যায়। আর যেন কোন দিন বাপের নাম পরিবর্তন করতে না পারে!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।