আমাদের কথা খুঁজে নিন

   

হে ঈশ্বর, হে মানবী

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

হে ঈশ্বর, হে মানবী আমার প্রতি নিঃশ্বাসে, আমার অতি বিশ্বাসে- হে ঈশ্বর তুমি। আমার ব্যকুল ভালবাসায়, আমার আকুল চাওয়ায়- হে মানবী তুমি। আমার নিবিড় প্রার্থনায়, আমার গভীর চেতনায় - হে ঈশ্বর তুমি। আমার সকল অনুভবে, আমার বিপুল কলরবে- হে মানবী তুমি। আমার প্রবল আস্থায়, আমার সবল নিষ্ঠায় - হে ঈশ্বর তুমি।

আমার ক্ষণিক ভাললাগায়, আমার অলীক বেদনায়- হে মানবী তুমি। আমার নীরব ক্রন্দনে, আমার সরব আনন্দে - হে ঈশ্বর তুমি। আমার গোপন অভিলাষে, আমার নিপূণ বিলাসে - হে মানবী তুমি। আমার করুণ চীৎকারে, আমার গোপন অঙ্গীকারে - হে ঈশ্বর তুমি। আমার দৃঢ় আলীঙ্গনে, আমার গাঢ় চুম্বনে- হে মানবী তুমি।

আমার সকল ভক্তিতে, আমার সকল শক্তিতে- হে ঈশ্বর তুমি। আমার সকল সত্যিতে, আমার সকল মিথ্যাতে- হে মানবী তুমি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।