আমাদের কথা খুঁজে নিন

   

অপরবাস্তব-৪ ও অন্যমনস্ক শরৎ



কাইলকা রাইতে এনটিভিতে বইমেলা নিয়া একট অনুস্ঠানে অন্যমনস্ক শরৎ আর রাহা'র চেহারা মুবারাক দেখা হইল। শরৎ একখান রংগিন ফতুয়া পইরা কিশোরী উপস্থাপিকারে তার বইয়ের দুই লাইন কবিতা শুনায়া দিসে ব্লগার রাহা'রে দেখলাম ব্লগ, ব্লগার, বিকল্প মিডিয়া হিসাবে ব্লগের ভুমিকা ও বিস্তার, বাংলা ব্লগে পাইওনিয়ার সামহোয়্যার ও তার নিয়োমিত প্রকাশনা অপরবাস্তব নিয়া গুরুত্তপুর্ন কথা কইতে। তাদের দুই জনারে অভিনন্দন। অপরবাস্তব-৪ আর অন্যমনস্ক শরৎ বহুল পঠিত হউক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।