আমাদের কথা খুঁজে নিন

   

তিন খানে খাইল দেশ !

নিজের করি নিজে খাই বলার তেমন কিছু নাই । তিন খানে খাইলো দেশ ! দেশের ও বিদেশ আজ সব বাংলাদেশীর মুখে আজ একই কথা । তাই এই তিন খান কে কে ? ১। সাবেক বানিজ্য মন্ত্রী ফারুক খান : নিজে দেশের সব খাইয়া শেষ করইয়া ফালাইলে ও জনগকে উপদেশ দিলেন কম খান । তাই দেশবাসীর নিকট কম খান মন্ত্রী হিসেবে পরিচিত।

২। নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান :- লাইভ টিভি শোতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া কে চোখ তুলার হুমকি দেশ বাসী সরাসরি দেখার পর নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান চোখ তোলার মন্ত্রী হিসেবে পরিচিত। ৩। স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর :- বর্তমান ডিজিটাল সরকারের ডিজিটাল পাগল মন্ত্রী হিসেবে পরিচিত । সাভারের রানা প্লাজা ট্রাজেডির পর স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর স্তম্ভ ধরে নাড়াচাড়া করা ভবনধসের একটি কারণ হতে পারে বলে বালখিল্য মন্তব্য করে হাসির পাত্র হয়েছিলেন।

তার এই উদ্ভটতত্ত্ব অনেককেই ক্ষুব্ধ করেছিল। প্রশ্ন উঠেছিল তার বিচারবুদ্ধি নিয়েও । তাই আমাদের দেশ বাসীর নিকট স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ধাক্কা মন্ত্রী হিসেবে পরিচিত। আর তাই আওয়ামীলীগ সরকারের অন্যান্য মন্ত্রী , নেতা কর্মী সহ সমগ্র দেশবাসির মুখে আজ একই কথা তিন খানে খাইল দেশ ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।