আমার এই পথ চাওয়াতেই আনন্দ............
আজ দুপরে (গতকাল)যখন টিউশানিতে যাবার জন্য প্রস্তত হচ্ছিলাম তখনি ব্ন্ধু তপু বাসায় এসে হাজির। হঠাৎ মাথায় কি হলো হুট করে সিদ্ধান্ত নিয়ে নিলাম বই মেলা যাবো। যাবার পথে আরেক বন্ধু নাফিসাকেও পেয়ে গেলাম।
…তিনজন মিলে সোয়া তিনটার দিকে একাডেমী চত্বরে প্রবেশ করলাম। মেলা শুরুর সময় এবং ছুটির দিন না হওয়ায় তখন মেলা প্রাঙ্গন ছিলো প্রায় ফাকা।
অর্থাৎ, ভালো করে দেখে, উল্টিয়ে পালটিয়ে ফ্লিপের লেখা পড়ে বই কেনার যথার্থ পরিবেশ। আজ শুরুতেই ঢুকলাম বাংলা একাডেমী’র নতুন বই বিক্রয় কেন্দ্রে। ভাষা আন্দোলন এবং নজরুল এর সাহিত্য আলোচনার দু’ট বই কিনলাম। ওখান থেকেই পাশের পুরানো বই বিক্রয় কেন্দ্রে গিয়ে আরো চারটা বই কেনা হলো, সবচয়ে ভালো লেগেছে “রবীন্দ্রনাথকে লেখা জগদীশ চন্দ্র বসুর লেখা চিঠির সংকলন” বইটা।
আগের সপ্তাহে পাঠক সমাবেশ থেকে শহিদুল জহিরের উপন্যাস সংকলন কিনেছিলাম।
পাঠক সমাবেশ এর স্টলটাই আমার কছে সবচেয়ে ভালো লাগে। একদম ভিতরে ঢুকে বই দেখা যায়। আর ওদের বই এর পৃষ্ঠার মান, বাঁধাই, প্রচ্ছদ সবকিছুই খুব যত্নের সাথে করা থাকে। যদিও সেজন্য বই এর মূল্যটাও একটু বেশি গুনতে হয়। আমার দৃষ্টিতে বই মেলার সবচেয়ে ভালো পৃষ্ঠার মান ও বাঁধাই হয় এডর্ন, ইউপিএল এবং পাঠক সমাবেশ এর বই এর।
আজ পাঠক সমাবেশ এ ঢুকতেই চোখে পড়লো আবদুল মান্নান সৈয়দ এর “সত্যের মতন বদমাশ” বইটা। আগে অনেক খুঁজেছি বইটা পড়ার জন্য। আজি প্রথম পেলাম। ১৯৬৮ সালে প্রকাশিত বইটা এবার নতুন করে মুদ্রণ করেছে পাঠক সমাবেশ। বইটা প্রাকেশের পরের বছরেই অর্থাৎ ১৯৬৯ সালে পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষণা করে বইটা।
২১৫ টাকা দিয়ে নিজের করে নিলাম বইটা। পরে সন্ধ্যা পর্যন্ত ঘুরে আরো কয়েকটা বই কিনে ভিড় শুরু হতেই আমরা বের হয়ে এলাম। দু’হাতে ১৮-১৯টা বই….অনুভুতিটা ব্যখ্যার বাইরের কিছু।
যে বই গুলো আজ কেনা হলো-
১. "সত্যের মতন বদমাশ"-আবদুল মান্নান সৈয়দ। (পাঠকসমাবেশ)
২.আহমেদ ছফা রচনা সমগ্র-১ম খন্ড(খান ব্রাদার্স)
৩. ১/১১ এর রাতে একুশ নাম্বার আঙ্গুল-আরিফ জেবতিক (জাগৃতি)
৪. দুই যাত্রায় এক যাত্রী- সিরাজুল ইসলাম চৌধুরী (জাগৃতি)
৫.বিরুপ বিশ্বে সাহসী মানুষ- সিরাজুল ইসলাম চৌধুরী (জাগৃতি)
৬.বাংলা বানান ও ভাষা রীতি-মাহবুবুল আলম (খান ব্রাদার্স)
৭.রবীন্দনাথকে লেখা জগদীশ চন্দ্র বসুর পত্রাবলী- বাংলা একাডেমী
৮.ভাষাতাত্ত্বিক প্রবন্ধাবলী-বাংলা একাডেমী
৯.বাংলাদেশের পুতুল নাচ-বাংলা একাডেমী
১০.ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা-আহমদ রফিক-বাংলা একাডেমী
১১.নজরুল ইসলাম-কালজ কালোত্তর-আবদুল মান্নান সৈয়দ-বাংলা একাডেমী
১২.লাট্রু সাহেবের জাদুর চশমা- ফারুক নওয়াজ(শুভ্র প্রকাশ)
১৩.আমি কেউ না-আহসান হাবীব
১৪.নন্দিত নরকে- হুমায়ূন আহমেদ (দিব্য প্রকাশ)
১৫.শঙ্খনীল কারাগার-হুমায়ূন আহমেদ (দিব্য প্রকাশ)
১৬.উত্তরাধিকার-অগ্রাহায়ণ ও পৌষ-১৪১৬ সংখ্যা
১৭. তিনটি উপন্যাসিকা-হাসান আজিজুল হক(ইত্যাদি গ্রন্থ প্রকাশ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।