আমাদের কথা খুঁজে নিন

   

রঙ তুলি

হাওয়ামে ওড়তা যায়ে...................!!!
জীবনের সব রঙ সে যে তুমি তোমারই দেয়া আর সেই রঙ তুলি ক্যানভাসে আঁকছি তোমার মুখ শুধু আজ নয় বছরের পর বছর ধরে আমি আঁকছি তোমার মুখ। জানি এ মুখ কখনো পুরনো হবে না যতবারই আঁকি খুব নতুন লাগে সেই প্রথম জীবনের মত। শুধু তোমার দেয়া রঙ নয় আমি আঁকি আমার লাল-নীল-বেগুনী রঙে তবু তোমার মুখের দীপ্তির কাছে ম্লান হয়ে যায় আমার কল্পনার সব রঙ আর সেই দীপ্তি দেখার আশায় আমি আঁকি বার বার আঁকি শুধু তোমার সেই মুখ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।