আমি আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই এবং আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু নিতে চাই।
'বিসমিল্লাহির রহমানির রহিম'
সাধারনত আমাদের দেশে মৃত ব্যক্তির পাশে বা তার ঘরে কুরআনের কয়েক জিলদ আমরা রেখে দেই। প্রতিবেশীদের মধ্যে কেউ বা অন্য লোক এসে কুআনের কিছু অংশ পাঠ করে নিজের কাজে চলে যায়। কুরআন যারা পাঠ করে তারা কোন পারিশ্রমিক নেয়না।
এভাবে কুরআন তেলাওয়াত করার কথা মহানাবী (সঃ) ও তাঁর সাহাবাদের জীবনে ও কর্মে খুজে পাওয়া যায় না।
মৃতদের লাশের পাশে
তাঁরা কেউ কুরআন পাঠ করেছেন এমন প্রমান পাওয়া যায় না।
মহানাবী (সঃ) বলেছেন, আমরা করিনি এসব কাজ কেউ যদি করে সে
মরদুদ । (বুখারী ও মুসলিম)
হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণীত আছে মহানাবী (সঃ)
তাঁর জুমু'আর খুতবায় বলেন, উত্তম বানী হচ্ছে মহন আল্লাহর কিতাব, উত্তম পথ হচ্ছে মুহাম্মাদের পথ । মন্দ কাজ হচ্ছে দীনে নুতন কিছু সংযোজন করা । প্রতিটি বিদআতই পথভ্রষ্টতা বা গোমরাহী ।
মৃত ব্যক্তিদের নামে দান খয়রাত করা হলে অথবা তাদের জন্য দোয়া করা হলে তার সুফল তারা লাভ করেন। এতে শরীয়াতে কোন দ্বিমত নেই।
সুতরাং শরীয়াতের স্পষ্টবিষয়গুলোকে আমল করার চেষ্টা করা এবং অষ্পষ্ট
বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা এবং অপরকে বোঝানোই হোক
আমাদের প্রধান কাজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।