সবাই বলে আমি নাকি অনেক সুখি মানুষ. . .
যখন নতুন ব্লগ খুলে ছিলাম, তখন থেকে প্রহর গুনছি আমার লেখা প্রথম পাতায় দেখার। প্রথম পাতায় লেখা আসতে হলে নাকি ভাল লিখতে হবে... নিয়মিত লিখতে হবে। প্রথম দিন থেকেই সেই চেষ্টা করে যাচ্ছি। নোটিশ ও পেলাম যে আমাকে প্রথম পাতায় একসেস দেয়া হয়েছে। তার কয়েক দিন পর মডারেশন স্ট্যাটাসেও লেখা হল, আপনার লেখা সরাসরি প্রথম পাতায় ক্রমানুসারে প্রকাশিত হবে।
আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা সংকলিত পাতায়ও প্রকাশ হতে পারে। আজ অবদি অপেক্ষার প্রহর গুনছি।
হয়তো আমার ভাল লেখা হয় না... সুন্দরও হয় না। সে দিন দেখলাম, এক ব্লগার তার সুন্দর মুখের ছবি দিয়ে তাঁর ব্লগে ২-৩ লাইনের একটি পোষ্টই লিখে ছিল। সেই পোষ্টে এখন হাজারটা কমেন্ট।
এবং তা দিন দিন বাড়ছে। আমিও দোয়া করি তা যেনো কোন দিন না থামে। আর আমার আজ অবদি জুটলো কমেন্ট একটা। তাও কোন কষ্ট নাই। বুঝলাম যে লেখাও ভাল না, আর আমার সুন্দর মুখের ছবিও নাই।
কিন্তু দিন যায় দিন আসে। মিনিটে মিনিটে নতুন নতুন ব্লগ ছাপা হয়। কিন্তু আমার লেখা প্রথম পাতায় আর প্রকাশিত হয় না।
এখন রাতে ঘুমের মাঝেও স্বপ্ন দেখি আমার লেখা ব্লগের এর প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। সেই আনন্দে আমার ঘুম ভেঙে যায়।
তার পর আবার এই স্বপ্ন নিয়ে ঘুমোতে যাই... হয়তো আজকে আমার লেখা প্রথম পাতায় আসবে.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।