আমাদের কথা খুঁজে নিন

   

Old wine in new bottle



যদিও আমি বল্গে অনেক আগে জয়েন করেছি তারপরেও নিজেকে এই ব্লগে নতুনই মনে হচ্ছে। কারণ এই দুবছরে একেবারেই সময় দিতে পারি নি। আর এই কারণেই পোষ্টের এই শিরোনাম। চিটাগাং ঘুরতে আসলাম বউকে নিয়ে। উঠেছি বন্ধু চতুষ্কোণের বাসায়।

শালা দেখি সারাদিনই ব্লগে পড়ে থাকে। প্রথম প্রথম মেজাজ খারাপ হলেও এখন দেখচি ব্লগের নেশা আমাকেও কিছুটা পেয়েছে। কিছু একটা লিখার জন্য হাত শুধুই নিশপিশ করছে। কিন্তু লিখতে বসে কী লিখব তাই ভাবছি। কাল সস্ত্রীক গিয়েছিলাম পতেঙ্গা সী বীচে।

বন্ধু চতুষ্কোণ ও ছিল। বেশ ভালো কাটলো সময়টা। রাতে জানাব আমাদের ঘুরাফেরার বিস্তারিত। সবাইকে অনেক ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।