আমাদের কথা খুঁজে নিন

   

FM রেডিও এর প্রতি সরকারী কড়া হুশিয়ারি

কায়ছার

শুরু থেকে-ই একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে FM রেডিও গুলো বাংলা ভাষার প্রতি চরম অভক্তি প্রদর্শন করে আসছে। ব্যবসা করার নামে সস্তা বিনোদন এবং অনেকটা যা ইচ্ছা তাই করার প্রবণতা প্রতিটি FM রেডিওর প্রতিদিনের প্রতিযোগিতার বিষয়। বিশেষ করে RJ বা রেডিও জকি দের কথা শুনলে মনে হয় তারাই সর্বাধিক বোদ্ধা। এমন কোন বিষয় নাই যেটা তারা জানে না। এমন কোন সমস্যাও নাই যার কোন সমাধান তাদের কাছে নাই।

FM রেডিওর সাত কাহন বলে শেষ করা যাবে না। আজকে সরকারের তথ্য মন্ত্রনালয় থেকে সব কটি FM রেডিওর প্রতি কড়া হুশিয়ারি ঘোষনা করা হয়েছে। এই প্রথম এই ব্যপারে কোন সরকার পদক্ষেপ গ্রহন করতে যাচ্ছে। বিষয়টি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সরকারের এই পজিটিভ দৃষ্টি ভঙ্গি সব সময় বজায় থাকুক এই কামনাই করি।

পাশাপাশি FM রেডিওর এই বাজে এবং বাংলা ভাষার প্রতি অশ্রদ্ধা কে আমাদের সবার মণ প্রাণে ঘৃণা এবং এদের পরিত্যাগ করা উচিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।