আমার কবিতা আমাকে ঘুমাতে দেয় না
সারা রাইত নেটে থাইকা শেষ রাইতে এক্টু ঘুমাইছি, ভোর না হইতেই পাগলা কিসিমের কয়েকটা কোকিল গাছে ডালে বইসা শুরু করছে বসন্তের রোদন..........কুহু কুহু........কু...উ..উ...। আমার ঘুম গেল ভাইঙ্গা, কি করি কানে বালিশ চাপা দেই, নাহ্ তারপরেও শব্দ অন্তর ভেদ কইরা চইল্যা আসে, কানের পর্দা ছিড়া যায় যায় অবস্থা। ঘুমের টানে চক্ষু জ্বালা করা শুরু করছে। কি করি কি করি অবস্থা। আমার বিরহী মনের কথা এই ব্যাটা কোকিল ছানা জানলো কিভাবে? ভাইবা ভাইবা একসময় দেহি সূর্য উদয় হইতাসে। কোকিলের ডাক বন্ধ করার কি কোন উপায় আছে? এখন কি ফাগুন মাস! তাইতো! হোক ফাগুন তাতে কি? ব্যাটা, তোগোর এতো ডাকাডাকি করণ লাগবে ক্যান? তারস্বরে বিরামহীন কুহু কুহু, অসহ্য! জীবনে এই প্রথম বার মনে হইল, কোকিলের ডাক বড়ই কর্কশ আর বিরক্তিকর। সব গাছ কাইটা ফালাইমু, দেহি ব্যাটা কোথায় বইসা ডাকাডাকি করস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।