আজ ১৭ই ফেব্রুয়ারী ইমন জুবায়ের ভাই এর জন্মদিন।
ইমন জুবায়ের ভাই এর ব্লগিং জীবন যখন শুরু আমার তখন সবে একমাস পেরিয়েছে। আমি একজন ব্লগর ব্লগর করা টাইপ ব্লগার। ব্লগে উল্লেখ করবার মতন কিছুই কখনো দিতে পারিনি। পক্ষান্তরে ইমন জুবায়ের ভাই যেন ব্লগটাকে তাঁর ইচ্ছেমতন লেখার কবিতার খাতা অথবা লেখবার খাতাটি হিসেবে খুঁজে পেলেন।
ব্লগিং এর শুরুতে তিনি দিনে ৩, ৪, ৫টি অথবা তারও বেশী পোস্ট দিতেন। ব্লগিং এ যেটা হয়, চেনা বলয়ের না হওয়াতে তাঁর এত এত পোস্ট এর অধিকাংশই চোখ মেলে দেখা হোত না। তবে শুধু দেখতাম একই ব্লগারের একাধিক পোস্ট আছে প্রথম পাতায়!
কদাচিৎ টুকটাক কমেন্ট ও হয়তো করেছিলাম সে সব পোস্টে। বান্দরবানের পাঙ্খো গ্রাম নিয়ে উনার একটি পোস্টে প্রথম আক্ষরিক অর্থেই চক্ষু মেলে তার পোস্ট দেখা, এবং বিমুগ্ধ হয়ে কিছু কমেন্ট করা। সেই শুরু .......তিনি কথাটি মনে রাখলেন..........পাহাড় নিয়ে কোন তথ্য পেলে তার লিংক দিতেন।
সেই থেকে দেখলাম তিনি সবাইকেই নিরলস এমনি করে নানা ভাবে নানান লিংক দিয়ে যাচ্ছেন। তখন থেকে বোঝা গেল এই ব্যক্তি একজন পড়ুয়া পন্ডিত.......নানাবিধ ক্ষেত্রে তাঁর সপ্রতিভ বিচরন.....তাঁর ইতিহাস দর্শন জাতীয় পোস্টে কোন কমেন্ট করা আমার মতন সাধারন মানুষের পক্ষে নিতান্তই কঠিন হয়ে যায়..........আমি যাকে বলতাম আমি ওইসব কঠিন লেখায় দাঁত বসাতে পারিনা। তবে উনার গল্পগুলো বেশ আরাম করে পড়া যেত। মাঝে মাঝে খুনসুটি টাইপ কমেন্টও করা হোত.........একসময় দেখি উনি আবার ব্যান্ড "ব্ল্যাক" এর গানগুলোর গীতিকার..........ঐটা দেখে আমি পুরা টাশকিত.......জিহবায় কামড় দিয়ে বললাম আপনি তো বস মানুষ, আর আমি কিনা আপনার সাথে এত এত বিটলামী করি!
উনার নানা ক্ষেত্রে এত বিচরন দেখে সত্যিই মনে হতে লাগল.......জীবনে কিছুই করা হল না। কিছুই শেখা হল না।
মনে হল আরো অনেক বছর বেঁচে থাকা দরকার। মনে মনে অবসর যখন আসবে, তখন কি নেয়ে জীবন কাটবে তার একটা চমৎকার ছক করে ফেলা গেল। সে সূত্রে উনার প্রতি অসীম কৃতজ্ঞ ও হয়ে রইলাম।
আজ ১৭ই ফেব্রুয়ারী ইমন জুবায়ের ভাই এর জন্মদিন।
উনার জন্মদিনটি বিশেষভাবে মনে রাখবার একটি বিশেষ কারণ আছে।
আমার ছোট্ট শিশুকন্যা জাফনার জন্ম ৮ই আগস্ট, সে সময় আমি একটা পোস্ট দিয়েছিলাম। কোন এক কমেন্টের পাল্টা প্রশ্নে উনাকে প্রশ্ন করেছিলাম ৮ সংখ্যাটা নিয়ে আমি বরাবর ভয়ে থাকি ............জ্যোতিষশাস্ত্র কি বলে ৮ নিয়ে? জবাবে তিনি বলেছিলেন "আমিও ৮ (১৭ই ফেব্রুয়ারী)........তাই ৮ নিয়ে কিছু বলার নেই.......জাফনা খুব সেনসিটিভ হবার কথা......৮ সংখ্যার মানুষেরা অনেক সেনসেটিভ হয় .........এইসময়ে আবেগের কি আর মূল্য আছে...." এইরকম কিছু। সেই আরকি! গেল মাথায় গেঁথে। ইমন ভাই এর জন্ম সংখ্যাও ৮, যেসব মানুষেরা কিনা সংবেদনশীল হয়ে থাকেন , আবেগপ্রবণ হয়ে থাকেন।
আজ সেই আবেগপ্রবণ, সংবেদশীল ইমন ভাই এর জন্মদিন।
আপনার জন্মদিনে আপনার সুসাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করি। দীর্ঘদিন আপনি এরকম বৈচিত্রময় বিষয় নিয়ে ব্লগিং করে আমাদের জ্ঞান সম্মৃদ্ধ করুন..........যদিও কিছু কিছু বিষয়ে দাঁত বসানো কঠিন হবে।
(ব্যক্তিগত ভাবে আমার ইমন ভাইকে ব্যাপক আইলসা এবং কল্পনাবিলাসী মানুষ বলে মনে হয় । কঠিন আইলসা না হলে কেউ এত এত এত পড়তে পারে ! আমার ধারনা উনি কষ্টকর সব কাজ থেকে বাচার পথ হিসাবে বইয়ের পাতায় ডুবে থাকেন । )
সিরিয়াস কিছু একটানা বলতে পারিনা........শেষ মেষ একটু বিটলামী না হলে চলে না।
এতক্ষন ভালভাল কথা বললাম, কেউ কেউ বলতে পারেন তেল দিলাম, বিটলামীটা দিয়ে একটু তেলের ভার কমানো হল। আহ এখন শান্তি লাগছে !!!
এবং আবারো শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই (কততম আল্লাহ জানেন আর ইমন ভাই জানেন................. একথাটা শুরুতে বলেছিলাম, পরে মনে হল, আমি আসলে জানি কততম জন্মদিন )। অনেক অনেক শুভকামনা। আপনি এইরকম আইলসাই থাকেন আজীবন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।