আমার ব্যক্তিগত ব্লগ
আমার একটা পয়মন্তো সাইন পেন আছে। শাফিনের (আমার ১বছর ২ মাস বয়সি ছেলে) জন্মের আগে তামিমকে (আমার ৮ বছর বয়সি ভাগ্নে) একটা কাগজ আর সেই সাইন পেনটা দিয়ে দিলে নানা রকম ছবি আঁকত আর ব্যস্ত থাকত (মানে আমাকে ডিসটার্ব করতো না)। যা সংগ্রহে রাখার মতোন। একদিন শাফিন সেই সাইন পেনটা দেখে সেটা চাইল। আমি সাইন পেনের সাথে সামহো্য্যার আউটের পুরানো ভিজিটিং কার্ড দিলাম।
যার উলটা পিঠটা সাদা। শাফিন মনের মাধুরি মিশিয়ে সেই সাদা অংশে ডিজাইন করে ভিউকার্ড বানানো শুরু করলো। একটা ওর বাবা (সামহোয়্যার আউট) নিজের মানিব্যাগের মধ্যে রেখেছে। আজ একটা বানিয়ে ওর পাম পাম খালাকে (শেখা, শাফিনের ছোট খালা) দিল। এটা বানাতে যেয়ে বিছানার চাদরে আর হাতে ডিজাইন হয়ে গেছে।
সবই হিজিবিজি, হিজিবিজি। দিন দিন হাতের কন্ট্রোল বাড়ছে আছে আর কার্ডে হিজিবিজি বাড়ছে। দেখা যাক নেক্সট ঈদে বিক্রি করা যায় কি না তাহলে ১ বছর বয়সেই ব্যবসা করার রেকর্ড করতে পারবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।