আমাদের কথা খুঁজে নিন

   

শেখ মুজিবর রহমান কে গালির আহবান ...আমার উপলব্ধি



যে দেশে গুনির কদর নেই, সেই দেশে গুনি জন্মাতে পারেন না.... Click This Link এই অসুস্থ্য ব্লগার এর লেখাটা পড়ার পর থেকে , শান্তি লাগছিলো না..তাই এই লেখাটা লিখছি.. সরকার এর এই নামকরণ নিয়ে, সবার মতো আমিও বিরক্ত , ক্ষুদ্ধ | মানুষের হাজার সমস্যা থাকার পরেও, সেই গুলোর সমাধান না করে, ফালতু নামকরণ নিয়া যারা বাস্ত থাকে , তারা আসলে জনগণ এর আশা, স্বপ্ন এর সাথে প্রতারণা করে | যে গ্রামের কৃষক তার সারের , সেচ , ফসল এর নায্য দামের আশায় ভোট দেয়, যে হতাশ যুবক কষ্টের পড়াশোনা শেষে একটা চাকরি পাবার আশায় ভোট দিয়েছিলো, যে নারী তার সম্মান নিয়ে, অধিকার নিয়ে চলতে পারবে আশা করেছিলো, তাদের সবাই কে স্বপ্ন দেখিয়ে আসা সরকার যখন এই ধরনের অদরকারী, কাজ করে , তখন সেই কৃষক , যুবক , নারীর কষ্টের নিশ্বাস, অভিশাপ যায় এই নেতাগুলোর দিকে | আমার ক্ষোভ এই নেতা দের দিকে, যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ব্লগ এর অতি উৎসাহী কিছু মানুষ, শেখ মুজিবর রহমান কে নিয়ে গালা গালি, তামাশা শুরু করেছেন. যেন সব দোষ শেখ মুজিবর রহমান এর, তিনি যেনো পরপার থেকে আদেশ দিছেন নামকরন করার জন্য | আমার কথা পরিষ্কার....যে অপরাধ করে, তাকে শাস্তি দিন... সরকার কে গালি দিন, কিন্তু কোন অধিকার এ শেখ মুজিবর রহমান কে কেন গালি দেন ?তার পায়ের নখের যোগ্য নন আপনি | দেশ স্বাধীন হবার পর তার কিছু কাজ হয়তো ভুল ছিলো, একজন নেতা হিসাবে তিনি যতটা সফল, শাসক হিসাবে ততটা নন.... কিন্তু যে দেশ এ আজ আমরা শ্বাস নেই, সেটা শেখ মুজিবর রহমান না থাকলে পেতাম কিনা সন্দেহ আছে |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।