আমাদের কথা খুঁজে নিন

   

ALLDownloader.com: আসুন মিলেমিশে কন্টেন্ট শেয়ার করি এবং ইনকাম করি



অনেকদিন ধরে প্ল্যান সামহোয়ারইনের ব্লগারদের সাথে কাজ করার.....আমি টাইটেলে পুরোটা মনে হয় বুঝাতে পারিনি..... ৫০% পেরেছি.... যাই হোক, আমার পয়েন্টগুলি নিচে লিখি...... আশা করি সবটুকুই বুঝাতে পারবো.... আপনাদের রেসপন্স আশা করছি নেটের কোন সাইট থেকে ইনকাম কিভাবে পসিবল ??? - গুগল/ইয়াহু/ফেসবুকের সাইটের মতই...... কোন একটা নির্দিষ্ট ক্যাটাগরীর ব্যবহারকারীকে টার্গেট করতে হবে প্রথমে..... মানে ধরেন আপনি "গার্ডেনিংয়ের" উপর একটা সাইট বানালেন..... নিশ্চিতভাবে এটাতে "ফুটবল রিলেটেড খবরের প্রতি আগ্রহী ব্যক্তি" আসবেন না, তাইনা ???? তেমনিভাবে ধরা যাক একজনের কোন কিছু সার্চ করতে হয়না তাহলে তিনি গুগলের ব্যবহার করবেন না( তাত্ত্বিকভাবে এমন মানুষের অস্তিত্ব সম্ভব) তো এখন ধরা যাক, আপনার সাইটে মানুষ আসছে..... এমতাবস্থায় আপনি চাইলে অ্যাডসেন্স বসাতে পারেন সাইটে যাতে মানুষ অ্যাডে ক্লিক করলে আপনি বেনিফিটেড হন অথবা কোন প্রতিষ্ঠানের কাছ থেকে অ্যাড কিনে এনে সাইটে বসিয়ে দিলেন.......... মূলত এটাই কোন সাইট তৈরী করে ইনকামের পন্থা alldownloader.com এর থিমটা কি তাহলে ??? - এখন alldownloader.com নাম দেখেই বুঝতে পারছেন এখানে কোন কিছু ডাউনলোড করতে আগ্রহী এমন ব্যক্তিরা আসতে অবশ্যই আগ্রহী হবেন.... আমার একটা ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সাইট আছে, ওটা থেকেই মূলত এই সাইটের আইডিয়াটা এসেছে..... আমরা যেমন ইউটিউব থেকে কিছু নামাতে কিপভিডে যাই কিংবা ফাইল খুঁজতে র‌্যাপিড-ষাড় কিংবা মিডিয়াফায়ার ভরসা, তাইনা ??? কিন্তু তার আগে যেটা করতে হয় তা হল ফাইলটা কোন লিংকে আছে তা জানতে হয়...... অর্থাৎ ডাউনলোড লিংক জানাটা প্রথম কাজ alldownloader.com সাইট নিয়ে আমার প্ল্যান: - আমার প্ল্যান হল alldownloader.com-কে একটা লিংক প্রোভাইডিং সাইট হিসেবে গড়ে তোলা...... অর্থাৎ সকল ফাইলের ডাউনলোড লিংক পাওয়া যায় এমন একটি সাইট হিসেবে একে গড়ে তোলা...... যেমন, কেউ download song "hok kolorob" by arnob"" লিখে সার্চ করে আমাদের সাইট পেলে সে এই গানটার ডাউনলোড লিংক পেয়ে যাবে.........আপনি বা আমি গানটার ডাউনলোড লিংক শেয়ার করার পরে লিংকটা এমন হবে: alldownload.com/হোক-কলরব-অর্ণব-(hok-kolorob-by-arnob)........... সুতরাং নিশ্চিতভাবেই আমার এই সাইটটা কাজে লাগবে ডাউনলোড লিংক খুঁজছেন এমন মানুষের কাছে আরো একটি লং টার্ম প্ল্যান হল: কিছুদিন পরে সবাই যখন কম্পুতে বাংলা ভাষায় লিখবে তখন সার্চও করবে বাংলায়( এখন বাংলায় তেমন একটা সার্চ হয়না)...... তো আমরা যদি সকল ফাইলের বাংলা ভাষাতেও একটা লিংক তৈরী করে রাখতে পারি তাহলে গুগল সার্চে খুব ভালমত টপে উঠে যাওয়া সম্ভব হুম... সাইটের প্ল্যান বুঝলাম........ এখন ইনকামের সাথে এর সম্পর্ক কি ?? - সিম্পল....... আপনি নিজে এমন সাইট বানালে কি করতেন ?? সাইটে আপনার অ্যাডসেন্স কিংবা অন্য কোন সোর্স থেকে পাওয়া অ্যাড বসিয়ে দিতেন, রাইট ??? এখানেও তাই করবেন সাইটে রেজিস্ট্রেশন করার সময় অ্যাডসেন্সের কোড কিংবা অন্য কোন অ্যাডের কোড থাকলে তা দিবেন..... এরপর কোন একটি ডাউনলোড লিংকের সম্পর্কে লিখবেন...... কাজ শেষ...... আমি সাইটের কোডিং এমনভাবে করে রেখেছি যাতে আপনার যেকোন পেজে(মানে আপনার লিখা) শুধু আপনার অ্যাডই শো করে, আমার না....... আপনি যদি এক হাজার পেজ তৈরী করেন তাহলে ১০০০টা পেজই আপনার অ্যাড শো করবে ************* প্রাইমারিলি এইতো ব্যাপার-স্যাপার....... আপনার কাছে কোন অংশ আন-ফেয়ার মনে হলে বলেন..... আলোচনা করে হয়তোবা বুঝাতে পারবো সাইট আমি মোটামুটি বানিয়ে রেখেছি, তাই ওটা নিয়ে ভাববেন না...... এখন কতজন সাথে থাকে তা দেখে পরের স্টেপে যেতে হবে......... তো কেউ কি আছেন ??? নির্ঝর ভাইকে প্রথমে বলেছিলাম....... উনি সাথে আছেন তাই সেই ভরসাতেই ব্লগটা লিখা...... আপনার কেউ সাথে থাকতে চাইলে আপনার মেইল অ্যাড্রেসটা দিন...... আমি যোগাযোগ করব মেইলেই সবাইকে ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।