আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে ইদানিং



আগে যখন সামু পড়তাম তখন এটাকে তথ্যবহুল ১টা ব্লগ মনে হত। এখন এটাকে কবিতা আর কাব্য গ্রন্থের ব্লগ বলে মনে হইতেছে। যত পোস্ট দেখি তার বেশীরভাগ কপি করা কবিতা না হ্য় ছোট ছোট গল্প। তথ্যবহুল খবর এখন নেই বল্লেই চলে। যা তথ্য দেখি তা সবই বিভিন্ন ওয়েব পেজ থেকে অথবা পত্রিকার ওয়েব থেকে কপি করা। আমি মডারেটরবৃন্দের এই ব্যাপারে সবিনয় দৃষ্টি কামনা করতেছি। কপি রাইটারদের নিচে চাপা পরে আমার মত জিনিয়াস রাইটাররা কালের অতল গহ্বরে হারিয়ে যাইতেছে । আশু পদক্ষেপ না নিলে হ্য়ত সামু অ একদিন ব্ল্যাক হোলে হারিয়ে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।