আমাদের কথা খুঁজে নিন

   

Time is running out.....।

আমার আমি .... সময় পরিবর্তনশীল, জগত পরিবর্তনশীল। সুতরাং মানুষের মন-ও পরিবর্তনশীল। বদ্ধমূল ধারণা যাকে বলা হয়, তার পরিবর্তনশীল হওয়া চাই। যারা এই ধারণা নিয়ে থাকতে চায়, তারা মানুষের Pulse বুঝে না। রাজনীতির জগত জুড়ে তেমনি অনেক রাজনীতিক আছে, যারা মানুষকে বুঝে না।

তবুও মানুষকে নিয়ে খেলে আনন্দ পায় আর পৈশাচিক হাসি দেয়। জগতে অনেক কিছুই নিজের কাছে ফিরে আসে অর্থাৎ বুমেরাং boomerang হয়। বাংলাদেশে তারূণ্যের গণজাগরণ এই বার্তা বহন করে যাচ্ছে। সরকার এবং বিরোধী দলের সতর্ক হওয়ার সময় এবং ঘর সামলানোর-ও সময় এখন। সময় পালাচ্ছে, Time is running out . নতুন নেতৃত্বকে স্বাগত জানাই।

জয় বাংলা - - - - - -নময় পরিবর্তনশীল, জগত পরিবর্তনশীল। সুতরাং মানুষের মন-ও পরিবর্তনশীল। বদ্ধমূল ধারণা যাকে বলা হয়, তার পরিবর্তনশীল হওয়া চাই। যারা এই ধারণা নিয়ে থাকতে চায়, তারা মানুষের Pulse বুঝে না। রাজনীতির জগত জুড়ে তেমনি অনেক রাজনীতিক আছে, যারা মানুষকে বুঝে না।

তবুও মানুষকে নিয়ে খেলে আনন্দ পায় আর পৈশাচিক হাসি দেয়। জগতে অনেক কিছুই নিজের কাছে ফিরে আসে অর্থাৎ বুমেরাং boomerang হয়। বাংলাদেশে তারূণ্যের গণজাগরণ এই বার্তা বহন করে যাচ্ছে। সরকার এবং বিরোধী দলের সতর্ক হওয়ার সময় এবং ঘর সামলানোর-ও সময় এখন। সময় পালাচ্ছে, Time is running out . নতুন নেতৃত্বকে স্বাগত জানাই।

জয় বাংলা - - - - - - ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।