আমাদের কথা খুঁজে নিন

   

জা-শী গ্রেফতার বন্ধ, নাম বদল শুরু!! লাভ নাই, যুদ্ধাপরাধীদের বিচার শুরু কর !!

এহহামিদা'র ব্লগ!!

যেই হারে শিবির গ্রেফতার শুরু হইছিল সারাদেশে, ঠিক সেই হারেই গ্রেফতার বণ্ধ হয়ে গেল!! গত মাস দুইয়ের মধ্যে আম্বা ছানাদের হাতে প্রথম নিহত হয় রাজশাহী পলিটেকনিকের ছাত্র মৈত্রীর সানি!! এই মাসেই আবার, আম্বা ছানালীগের হাতে নিহত হয় ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র বকর!! এই যখন অবস্থা, তখনই শুরু হয় নাটক, এইবার নিহত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক!! সে আবার আম্বা ছানালীগ করত!! বকরের মৃত্যুটা ছিল বিচ্ছিন্ন(!) একটি ঘটনা!! কিন্তু, ফারুকের মৃত্যু ছিল পরিকল্পিত!! ফারুকের মৃত্যুর পরেই শোনা যেতে থাকল হুমকি ধামকি!! শুরু হল শিবির পোনা গ্রেফতার অভিযান!! ধুমাদ্দুর!! ব্লগে ব্লে শুরু হইয়া গেল জাগো বাগে কুনঠে সবাই!! অস্ত্রজমা দিছি, ট্রেইনিং দেই নাই!! অবস্থা দেইখা মনে হইল যে শিবির মনে হয় এইবার বিনাশই হবে!! আম্বা মিডিয়ায় কত রকম থিওরী!! দুই দিন চলল ধরপাকড়!! নিঝামী গেল খালেদা জিয়ার কাছে যুগপত আন্দোলনের দাওয়াত নিয়া!! খালেদা জিয়া বলে দিলেন, এই ব্যাপারে কোন যুগপত আন্দোলন হবে না!! শিবির ধর পাকড় স্তিমিত হয়ে গেল!! রাতেই খবর আসতে থাকে, মন্ত্রী সভার আসন্ন সভাতেই নাম পরিবর্তনের ফাইনাল ঘোষনা আসবে!! যাক মন্ত্রিসভার বৈঠক বসল!! এদিকে শিবির ধড় পাকড় অংকুরেই বন্ধ হয়ে গেল!! এখন অবশ্য কিছু কন্সপাইরেসী থিওরীর কথা শোনা যায়, আম্বামিডিয়ার কল্যানে!! যেই বেগে শুরু হইছে,সেই বেগে তো আর থামা যায়না!! আম্বামিডিয়ার লজ্জা শরম মনে হয় আম্বার চাইতে বেশী!! কালের কন্ঠের আম্বাদালাল সম্পাদক আম্বা দালাল আবেদ খান প্রতিবেদন ছাড়ল, শিবির ধড়পাকড় কইরা নাকি আম্বা নাকি ভুল করতাছে!! হাহাহা.....!! এরশাদরে ক্ষমতা থেইকা হটানোর পরে এরশাদের নামে স্থাপিত বিভিন্ন নাম ফলক উতপাটনকরা হইতে থাকে বিভিন্ন জায় গায়!! সেই সময়ে তত্বাবধায়ক সরকার নাম পরিবর্তন শুরু করে!! এর পরে বিএনপি ক্ষমতায় আসার পরেও এরশাদের নামাংকিতকিছু স্থাপনার নাম পরিবর্তন করা হয় জনদাবীতে!! তয় বিএনপির সেই আমলে,মুজিবের নামে যা কিছু ছিল ষেই গুলার পরিবর্তন করা হয় নাই!! এরপর আম্বালীগ ১৯৯৬ এ ক্ষমতায় আসার পরে শুরু হইল নাম করনের খেলা!! ঢাকা স্টেডিয়াম, পিজি হাসপাতাল থেইকা শুরু কইরা অনেক অনেক স্থাপনার নাম দেয়া হইতে থাকে মুজিব ও তার পরিবার বর্গের নামে !! এক পর্যায়ে জিয়ার মাজারের সামনে থেকে বেইলী ব্রিজ তুইলা নেয়া হয় সিলেটে চুড়ান্ত নোংরামীর প্রকাশ ঘটিয়ে!! এই জিয়া সেই জিয়া নয় ফর্মুলায়!! তারপরতো আছে গন ভবন দখলের ঘটনা!! বিএনপিও ক্ষমতায় আইসা স্থাপনার নাম গুলা পুরান নামে ফিরাইয়া দিল!! তয় কিছু কিছু স্থাপনায় হাত দেয় নাই!! যেমন ঢাকা স্টেডিয়াম, পিজি হাসপাতাল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলের নাম সমুহ!! তয় এইবার হাসিনা সব জায়গা থেইকা জিয়ার নাম নিশানা মুইছা দেয়ার প্রতিগ্গা নিছে!! রাষ্ট্রীয় ভাবে ধর্মের নামে রাজনীতি না করার প্রতিগ্গা নিছিল আম্বালীগ!! আমরা আশা করব। এখন মুজিব ও তার পরিবারের নামে এখন যা কিছু নতুন করে নামকরন করা হচ্ছে এবং ১৯৯৬-২০০১ এ পুরাতন স্থাপনায় যেই নাম করন গুলা করা হইছিল এবং যেই নামে এখন ফেরত যাওয়া হইতাছে সেই স্থাপনাগুলার নাম নবী রসুলদের নামে নামকরন করা হবে ভবিষ্যতে!! যাক সে কথা!! শিবির গ্রেফতার শুরু করার পরে নিঝামী অনুরোধে বিএনপির নেত্রী খালেদা জিয়া আন্দোলনে যাইতে অনীহা প্রকাশ করে!! হতাশ আম্বা, এখন শিবির গ্রেফতার বন্ধ রাইখা নামকরনের নামে আবার বিএনপিরে আন্দোলনে নিতে চাইতাছে!! অবস্থা দেখে মনে হচ্ছে, এইটাও সফল হবে না!! সো, একটাই পথ খোলা আছে আম্বালীগের!! যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা!! আপাতত,পায়ে পাড়া দিয়া ঝগড়া বাধাইয়া যেই তীব্র আন্দোলনের আশা করছে আম্বারা, সেইটাও হইব না বইলাই মনে হচ্ছে!! সো, যুদ্ধাপরাধীদের বিচার করা ছাড়া গতি নাই এইবার!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।