লেখার কিছু পাই না, তাই আবোল তাবোল লিখি
সারা দেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনা পর্যবেক্ষণ করছে বিএনপি। তবে এখনই এই ইস্যুতে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে কোনো আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে চায় না দলটি। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলও এই মুহূর্তে শিবিরকে প্রত্যক্ষ সহযোগিতা দিতে নারাজ।
বিএনপি সূত্র জানায়, সারা দেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালানোর পরপরই জামায়াতের কয়েকজন কেন্দ্রীয় নেতা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে করণীয় নিয়ে আলোচনা করেছেন। তবে বিএনপির দুই নেতা জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে খালেদা জিয়ার সঙ্গে এ ব্যাপারে আলোচনার পরামর্শ দেন।
সূত্র জানায়, সে অনুযায়ী মতিউর রহমান নিজামী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে গত শনিবার রাতে আলোচনায় বসেন। তিনি বিভিন্ন ইস্যুতে চারদলীয় জোটকে শক্তিশালী করারও আহ্বান জানান। তবে বৈঠকে জামায়াতের সঙ্গে এখনই এই ইস্যুতে আন্দোলনে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেননি খালেদা জিয়া।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপি সরকারের বর্তমান কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, রাজশাহীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ঘটনা ঘটেছে, তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা ঠিক নয়।
জামায়াতের সঙ্গে জোটবদ্ধ কোনো কর্মসূচি আসবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি এখন দল পুনর্গঠন ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য কাজ করছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ গতকাল রোববার দলীয় কার্যালয়ে প্রথম আলোর প্রশ্নের জবাবে বলেন, জামায়াত চারদলীয় জোটের শরিক। সে জন্য দলের আমির (নিজামী) খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। এটা ছিল সৌজন্য সাক্ষাত্।
ছাত্রদলের ‘না’: ইসলামী ছাত্রশিবিরের একজন জ্যেষ্ঠ নেতা গতকাল প্রথম আলোকে জানান, রাজশাহীসহ সারা দেশে শিবিরের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় কয়েকজন নেতার সঙ্গে তাঁদের কথা হয়েছে।
তবে ছাত্রদলের ওই সব নেতা প্রত্যক্ষভাবে শিবিরকে সহযোগিতা করতে অপারগতা প্রকাশ করেছেন বলে জানান এই নেতা। আর ছাত্রদলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন, বিএনপির চেয়ারপারসন যে সিদ্ধান্ত দেবেন, তাঁরা সে অনুযায়ী কাজ করবেন। এ ক্ষেত্রে ছাত্রদল এককভাবে এই স্পর্শকাতর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না।
ছাত্রশিবিরের ওই নেতা জানান, ইতিমধ্যে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও অন্যান্য কেন্দ্রীয় নেতাকে ছাত্রদলের অবস্থান সম্পর্কে জানানো হয়েছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের জোটবদ্ধ আন্দোলনের কোনো প্রশ্নই ওঠে না।
এ ব্যাপারে কেন্দ্রীয়ভাবে ছাত্রদলের সঙ্গে শিবিরের কোনো বৈঠক হয়নি। হওয়ার সম্ভাবনাও নেই।
ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নেতা জানান, রাজশাহীতে ছাত্রলীগের কর্মী হত্যার পরদিন ছাত্রশিবিরের নেতারা তাঁকে ফোন করে সহায়তা চান। তিনি ছাত্রদলের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলেন। নেতারা তাঁকে শিবিরের সঙ্গে এই ইস্যুতে না জড়ানোর পরামর্শ দেন।
ছাত্রদলের নেতারা জানান, ১৭ ফেব্রুয়ারি সংগঠনের বর্ধিত সভা হবে। আপাতত সংগঠনকে কোন্দলমুক্ত করে শক্তিশালী করাই লক্ষ্য। শিবিরের সঙ্গে মিলে কোনো বিতর্কে জড়িয়ে পড়তে চান না তাঁরা।
শিবির পুরাই পেচে পরলো
সুত্রঃ Click This Link
------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।